ভালুকায় যুবলীগ সভাপতির উপর হাইওয়ে পুলিশের হামলা: মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

তমাল কান্তি সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম রিপনের উপর হাইওয়ে পুলিশের হামলার প্রতিবাদে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সিডষ্টোর বাজারে মহাসড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখেন এলাকাবাসী। অপরদিকে ঢালীবাড়ী মোড় নামক স্থানে হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান ভাংচুর করে।

জানা যায়,একটি অট্রো রিক্সা হাইওয়ে পুলিশ আটক করাকে কেন্দ্র করে উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম রিপন ও ভরাডোবা হাইওয়ের সার্জেন্ট তৌফিক এর মাঝে কথা কথা কাটাকাটির একপর্যায়ে সার্জেন্ট তৌফিক যুবলীগ সভাপতিকে শারিরিক ভাবে লাঞ্চিত করে এতে যুবলীগ সভাপতি রেজাউল করিম রিপন আহত হয়। আহত অবস্থায় রিপনকে স্থানীয়রা উদ্ধার করে হবিরবাড়ী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এরই প্রতিবাদে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা একত্রিত হয়ে প্রায় ১ ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। অপরদিকে ঢালীবাড়ী মোড় নামক স্থানে হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান ভাংচুর করে। আহত যুবলীগ সভাপতি রেজাউল করিম রিপনের মোবাইল ফোনে ফোন দিয়ে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুন জানান, ইউনিয়ন যুবলীগের সভাপতির সাথে হাইওয়ে পুলিশ কর্তৃক হামলার প্রতিবাদে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা মহাসড়ক অবরোধ করেছে। সার্জেন্ট তৌফিক জানান, যুবলীগের সভাপতির সাথে হামলার কোন ঘটনা ঘটেনি। অট্রো রিক্সার সাথে আঘাত লাগতে পারে।
ভালুকা মডেল থানার ওসি তদন্ত খোরশেদ আলম জানান, ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ করলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।