ধোবাউড়ায় ৫৩ কোটি টাকা ব্যায়ে সড়ক সংস্কার কাজ দ্রুত বাস্তবায়নের দাবী

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

ধোবাউড়া থেকে কামরুল হাসান রবি : ময়মনসিংহের সড়ক ও জনপদ বিভাগের তত্তাবধাণে প্রায় ৫৩ টাকা ব্যায়ে ধোবাউড়া টু হালুয়াঘাট ২২ কিলোমিটার সড়কের মেরামতের কাজ চলছে। ইতিমধ্যে, সড়কটির দু-পাশে মাটি ভরাট সহ পুরাতন সিলকোট-কার্পেটিং ও ইট তোলার কাজ শুরু হয়েছে।

সড়কটির বিভিন্ন স্থানে সিলকোট-কার্পেটিং উঠে গর্ত হয়ে প্রায় সময় যান চলাচল বন্ধ হয়ে যাত্রীদের জনদুর্ভোগ সৃস্টি হতো। ধোবাউড়া হালুয়াঘাটের যাত্রী সাধারন বহু কষ্টে এই বেহাল সড়ক দিয়ে জীবন বাজী রেখে চলাচল করতে হয়।

সড়কের কাজ শুরুতেই জন সাধারনের চলাচলের কিছুটা বিঘœ হলেও তাদের কষ্ট যেন আনন্দে রুপ নিয়েছে। পথচারী আবুল খায়ের তোলা মিয়া,হাজী আব্দুস শহিদ আকন্দ,দিনার খান জানান দীর্ঘদিন যাবৎ সড়কটির বেহাল অবস্থায় চলাচলের বিঘ্ন সৃস্টি হয়েছিল।তাঁরা প্রাক্কলন মোতাবেক সড়কের কাজটি দ্রুত বাস্তবায়নের দাবি জানান।