কেন্দুয়ায় তিন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৯

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক ; কেন্দুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ সাজাপ্রাপ্ত আসামিসহ ৯ জন কে গ্রেফতার করে বুধবার দুপুরে নেত্রকোনা আদালতে পাঠিয়েছে।

মঙ্গলবার রাতে পুলিশ বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছে কেন্দুয়া বাজারের কছিম উদ্দিনের ছেলে জুয়েল, টেঙ্গুরী পশ্চিমপাড়ার মতিউর রহমানের ছেলে শহিদুল ও দিঘলকুষা গ্রামের রেজ্জাক মুন্সির ছেলে আবু চান।

কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, জুয়া খেলার অভিযোগে বিষ্ণুপুর গ্রামের স্বপন মিয়া, রফিক সহ অন্যান্য মামলায় বালিজুড়া গ্রামের আনিছুর রহমান খান পাঠান, আব্দুস সালাম বাঙ্গালী ও ব্রা‏হ্মনজাত গ্রামের সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।