বিরামপুরে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০

জাকিরুল ইসলাম, বিরামপুর,(দিনাজপুর) প্রতিনিধি : “আমি আছি আমি থাকব ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে বিশ্ব ক্যান্সার দিবস- ২০২০ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর প্রদিক্ষন শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভায় সমবেত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদীর সভাপতিত্বে, আলোচনা সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহসান আলী সরকার বকুল, ডাঃ মুহতারিমা নূর-ই-হাসীন সিফাত, ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ শোভন প্রমুখ।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, কর্মকর্তা-কর্মচারি, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।