ধোবাউড়ায় আড়াই কোটি টাকা ব্যায়ে খাল খননে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০

কামরুল হাসান রবি ধোবাউড়া থেকে : পানি উন্নয়ন বোর্ডের অধীনে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তর পঞ্চনন্দপুর হতে কালিকাবাড়ি পর্যন্ত শশী খাল পূনঃখননের কাজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে খালটি খননের কাজ চলছে। জানা যায়, খাস জমি দিয়ে খাল খননের কথা থাকলেও খাসজমির পাশে থাকা মালিকানা জমি দখল করে চলছে খাল খননের কাজ। অভিযোগ উঠেছে, সরকারি নিয়মে পাড়সহ ৬০ ফুট প্রস্থ করে শ্রমিক দিয়ে খাল খনন করার কথা থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান নিয়ম নীতি তোয়াক্কা না করে বেকু দিয়ে খাল খননের কাজ করছে।

এছাড়াও ঠিকাদারী প্রতিষ্ঠান শ্রমিকের পরিবর্তে বেকু দিয়ে জোড়পূর্বক মাটি কেটে মালিকানা ফসলি জমি, গাছপালা ও স্থাপনা ক্ষতি করছে। পঞ্চনন্দপুর গ্রামের ক্ষতিগ্রস্থ মাওলানা আব্দুস সাত্তার, কালা মিয়া, মোঃ জলিল খা, আব্দুল হান্নান, মজিবর জানায়, তারা সহ আরও ৫০ জনের প্রায় ৫০ একর মালিকানা ফসলি জমি দখল করে ঠিকাদারের লোকজন জোড়পূর্বক খাল খননের কাজ করছে।

এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।