ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী বহনকারী বাস খাদে

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ঢাকার ধামরাইয়ে ৫২ জন এসএসসি পরীক্ষার্থী নিয়ে বাস খাদে পড়ে গেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান চলছে।

মঙ্গলবার সকালে ধামরাইয়ে ৫২ জন এসএসসি পরীক্ষার্থী বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় তিনজন পরীক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে সবাইকে উদ্ধার করা এবং তারা পরীক্ষার হলে চলে গেছে।