মাত্র ১২ দিনেই ভাঙল পামেলার সংসার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০ বিনোদন ডেস্ক : বিয়ে করলেন। তারপর বিয়ে ভাঙলেন। মাঝে সময় মাত্র ১২টা দিন।এমনই ঘটেছে হলিউড তারকা পামেলা অ্যান্ডারসনের জীবনে। গত ২০ জানুয়ারি হলিউডের প্রযোজক জন পিটার্সকে বিয়ে করেছিলেন পামেলা। কিন্তু সেই বিয়ের স্থায়িত্বকাল ১২ দিনের বেশি হল না। কিন্তু এত দ্রুত বিয়ে ভাঙার কারণ কী? নিজের দেশ কানাডায় যাওয়ার আগে, পামেলা এক বিবৃতি দেন। সেখানে বলেন, বিয়েতে যে ভাবে সকলের কাছ থেকে ভালোবাসা পেয়েছেন, তাতে তিনি আপ্লুত। কিন্তু ‘জীবন একটা যাত্রাপথ। এবং এই যাত্রাপথে পরস্পরের থেকে দূরে গিয়েই নিজেদের মূল্যায়ন করতে চাই’। আশির দশকের মাঝামাঝি জন এবং পামেলার মধ্যে একটি প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। পামেলা এর আগে চারটি বৈবাহিক সম্পর্কে জড়িয়েছিলেন। এটি তাঁর পঞ্চম বিয়ে। এটি জনেরও পঞ্চম বিয়ে। দু’জনের ঘনিষ্ঠ সকলেই ভেবেছিলেন, এত পুরোনো প্রেম থেকে যখন বিয়ের সিদ্ধান্ত, তখন নিশ্চয়ই এ সম্পর্ক বেশ মজবুত হবে। বিয়ের পর জনও বলেছিলেন, ‘বহু সুন্দরীর সঙ্গেই দেখা হয়েছে। যে কাউকেই বিয়ে করতে পারতাম। কিন্তু তা না করে ৩৫ বছর পামেলার জন্য অপেক্ষা করেছি।’ ৩৫ বছরের অপেক্ষার শেষ হল মাত্র ১২ দিনেই! চলার পথে জন আর পামেলার আর কখনো দেখা হবে না, এমন সম্ভাবনার কথা জানিয়েই তাদের বিদায় পরস্পরকে। সূত্র: এইসময়। Share this:FacebookX Related posts: ‘নাট্যজন জহুরুল ইসলাম স্বপন’ সম্মাননা স্মারক পেলেন গাইবান্ধার তিন গুণীজন মাত্র ৫০ দিনে ১ কোটি ফলোয়ার শিল্পার এন্ড্রু কিশোর অবস্থা আশংকাজনক উর্মিলা পর্নো স্টার: কঙ্গনা আইপিএলে খেলতে চায় তৈমুর, জানালেন কারিনা এবার আকাশে হৃত্বিকের অ্যাকশন জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন তাহসান খান স্ত্রী সানা খানকে নিয়ে এবার যা বললেন স্বামী এবার ভার্চুয়ালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী এবার খোলামেলা পোশাকে নুসরাত জনপ্রিয় ১৪৫ গানের স্বত্ব বিক্রি করে দিলেন শাকিরা সঙ্গীতশিল্পী মিলাকে খুঁজছে পুলিশ SHARES Matched Content বিনোদন বিষয়: পামেলার সংসারমাত্র ১২ দিনেই ভাঙল