জিকে শামীমের ৪ দেহরক্ষীর জামিন নামঞ্জুর দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০ অনলাইন ডেস্ক : আলোচিত ঠিকাদার জিকে শামীমের চার দেহরক্ষীর জামিন সোমবার নামঞ্জুর করেছে হাইকোর্ট। তারা হলেন- মোহাম্মদ জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন এবং মো. শামশাদ হোসেন। তবে, তাদেরকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়েছে রুল জারি করেছে আদালত। আগামী ১০ দিনের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আসামিদের আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী শামীম সরদার। গত বছরের ২০ সেপ্টেম্বর জিকে শামীমকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক এবং ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার করা হয়। আর এ আসমিরা তার সহযোগী হিসেবে কাজ করেছেন। তাদেরকে গ্রেপ্তার করে গত বছরের ২১ সেপ্টেম্বর গুলশান থানায় মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়। গত ২৪ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করলে তারা হাইকোর্টে জামিন আবেদন করেন। ওই আবেদন শুনানি নিয়ে হাইকোর্ট এই আদেশ দেয়। Share this:FacebookX Related posts: আবরার হত্যা মামলার আসামি মোর্শেদের জামিন নামঞ্জুর নারী ‘জঙ্গি’ শায়লার রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য নাজমুল রিমান্ডে মিজান-বাছিরের বিচার শুরু ফাইল যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে, বুধবার মুক্তি পেতে পারেন খালেদা রায়হান কবিরের ১৩ দিনের রিমান্ড বাতিল আবেদন আপিলেও বহাল ফেসবুকে ব্যক্তিগত ছবি পোস্টকারী পুলিশের বিরুদ্ধে মামলা করবেন শিপ্রা অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ শিশুপুত্র হত্যার দায়ে পিতার মৃত্যুদণ্ড আবরারের মৃত্যু: প্রথম আলো সম্পাদকের মামলা স্থগিত নুরসহ ৬ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের ডানকান হিলে ভবন নির্মাণে হাইকোর্টের স্থগিতাদেশ, রুল জারি SHARES Matched Content আইন আদালত বিষয়: ৪ দেহরক্ষীরজামিন নামঞ্জুরজিকে শামীমের