শিক্ষক হত্যার বিচারের দাবিতে শিক্ষক সমিতির মানববন্ধন

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনার মদন উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে সোমবার বিকেলে ইউ এন ও কার্যালয়ের সামনে শিক্ষক উজ্জল চৌধুরীর হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আক্কাস উদ্দিন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, রফিকুল ইসলাম খোকন, আনোয়ার হোসেন, শহিদুল ইসলাম প্রমূখ।

মানববন্ধন শেষে বিচারের দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি ইউএনওর মাধ্যমে প্রেরণ করা হয়। উজ্জল চৌধুরী শ্বশুর বাড়ি নেত্রকোনা সদরে সিংহের বাংলা ইউনিয়নের কোনাপাড়ায় বেড়াতে গিয়ে ২৬ জানুয়ারি রাতে খুন হন।