ভালুকায় ফ্যাক্টরীর মালিক কর্তৃক মাটি ফেলে খাল ও জলাশয় ভরাটের অভিযোগ

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০

ভালুকা (ময়মনসিংহ) থেকে তমাল কান্তি সরকার : ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালী সানিরমোড়-মামারিশপুর সড়কের মলি¬কবাড়ী ইউনিয়নের ধামশুর মৌজার সিংড়া বিলে সরকারী নীতিমালা উপেক্ষা করে সানি গ্র“পের মালিক কাজী শওকত কর্তৃক মাটি ফেলে জলাশয় ভরাট করে ভূমির শ্রেণী পরিবর্তন করার অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে ভালুকা পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের নূরুল ইসলাম শেখ বিভাগীয় কমিশনার ময়মনসিংহ বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, ধামশুর মৌজার বি,আরএস নং-১০৩.৯৬১ খতিয়ান নং-৩৪০১,২৪২১ নং দাগের নামা জমি জলাশয়ে নূরুল ইসলাম শেখ দীর্ঘদিন যাবৎ মৎস্য চাষ করে আসছেন। পাশেই ব্রীজের নীচ দিয়ে উজানের ঢলের পানি সিংড়া বিল হয়ে খীরু নদীতে গিয়ে পরে। মাটি ভরাটের কারনে বর্ষা মৌসুমে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়ে এলাকার কৃষকের ফসল নষ্টসহ মৎস্য চাষীদের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। সরকারের সংশি¬ষ্ট বিভাগের প্রতি এলাকাবাসীর দাবী জলাশয় ও ফসলী জমি রক্ষায় অবিলম্বে সরজমিন তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের মাধ্যমে মাটি ভরাট বন্ধ করে কৃষি জমি ও জলাশয় রক্ষায় পদক্ষেপ নিবেন।

এ ব্যাপরে স্থানীয় একাধিক কৃষক জানান, ব্রীজের মুখে মাটি ফেলে নালাসহ বিলটি ভরাট করে ফেললে উজানের ঢলে ব্যাপক জলাবদ্ধার সৃষ্টি হয়ে এলাকাবাসি চরম ক্ষতির মুখে পড়বেন।

অভিযোগকারী মো: নূরুল ইসলাম শেখ জানান, সিংড়া বিলে দুই একর খাস জমি রয়েছে। তাছাড়া সরকারী খালটিও ফ্যাক্টরী কর্তৃপক্ষ মাটি ফেলে ভরাট করে ফেলছে। এতে পরিবেশর ক্ষতিসহ জলাবদ্ধার সৃষ্টি হয়ে এলাকাবাসি চরম দুর্ভোগের সম্মুখীন হয়ে পড়বেন।

এ ব্যাপারে ফ্যাক্টরীর ম্যানেজার শরীফ জানান, ফ্যাক্টরীর ল্যান্ডের বিষয়টি মেজর (অব:) আশিক বলতে পারবেন। তবে অনুমতি ছাড়া উনার মোবাইল নম্বর দেয়া সম্ভব নয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।