গাঁজা দিয়ে ব্যবসায়ীকে হয়রানি: দুই পুলিশ সদস্য প্রত্যাহার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০ অনলাইন ডেস্ক : কুমিল্লার বরুড়া উপজেলায় গাঁজার প্যাকেট দিয়ে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে বরুড়া থানার দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) খলিল ও ইসমাইলের বিরুদ্ধে। এ ঘটনায় বরুড়ার শাকপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবাদ হোসেনও জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। শাকপুর নতুন বাজার এলাকায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে রবিবার বিকালে এ সব অভিযোগ করেন হয়রানির শিকার শাকপুর গ্রামের ব্যবসায়ী ফরিদ আহম্মেদ। তিনি বলেন, ‘গত ২০ জানুয়ারি রাত ৯টায় পুলিশের তিন সদস্য, আবাদ মেম্বার তার মুরগীর খামারে এসে অনুসন্ধান শুরু করে। পরে খামারকর্মী শিপনকে মাদকের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে পাশের বাড়িতে নিয়ে যায় এবং লোকজনের উপস্থিতিতে ওই বাড়ির উঠান থেকে তিন প্যাকেট গাঁজা উদ্ধার করে। এসময় একটি গাঁজার প্যাকেট আমার পায়ের কাছে ছুঁড়ে মারে এবং এএসআই ইসমাইল ও খলিলসহ সঙ্গীয় ফোর্স আমাকে হ্যান্ডকাপ পরিয়ে অটোরিকশায় উঠিয়ে নেয়। পথে আবাদ মেম্বার তার কাছে দুই লাখ টাকা দাবি করে।’ ‘এ সময় পুলিশি হয়রানির ভয় দেখিয়ে তিন ধাপে এক লাখ ১৫ হাজার টাকা ও খামার কর্মী শিপনের একটি খাশি নিয়ে যায়। পরবর্তীতে আরও ত্রিশ হাজার টাকা দাবি করলে তিনি পুলিশ সুপার অফিসে অভিযোগ করেন।’ অভিযুক্ত এএসআই খলিল ও ইসমাইলের ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযুক্ত মেম্বার আবাদ হোসেন অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এব্যাপারে বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘বিষয়টি সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রশান্ত পাল স্যার তদন্ত করছেন।’ সদর দক্ষিণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রশান্ত পাল বলেন, ‘এএসআই খলিল ও ইসমাইলকে প্রত্যাহার করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’ (সূত্র: ইউএনবি) Share this:FacebookX Related posts: নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত লামায় বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু মাটিরাঙ্গায় বন্দুকযুদ্ধে ইউপিডিএফ সন্ত্রাসী নিহত কমলনগরে মৃত দুই শিশুর কেউই করোনা আক্রান্ত ছিলো না রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউপি সদস্য নিহত মিলিটারি পুলিশের হাতে ২৫ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করোনায় অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ছাত্র নেতা করোনায় মারা গেছেন ফেনীর সিভিল সার্জন বর্ষার শুরুতেই কমলনগরে মেঘনার ভয়াবহ ভাঙ্গণ কাঠের নৌকা থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার পাওনা টাকা নিয়ে বিরোধে নিহত ২ দেশ সেরা শিশু সাংবাদিক’র পুরস্কার পেল ফেনীর ইমা SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: গাঁজা দিয়ে ব্যবসায়ীকে হয়রানি.দুই পুলিশ সদস্য প্রত্যাহার