রাবিতে পিডিএফের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০

ওয়াসিফ রিয়াদ,রাজশাহী বিশ্ববিদ্যালয় ; রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পড়–য়া ২০১৯-২০ শিক্ষাবর্ষের নবীণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংগঠন ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট (পিডিএফ) রাবি শাখা। একই অনুষ্ঠানে প্রবীণ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জানিয়েছেন তারা।

গত ৩১ জানুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমপ্লেক্স এর কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. সাদেকুল আরেফিন মাতিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া।

রাবি শাখা পিডিএফের আহ্বায়ক মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও সদস্য মোজাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রায় ১০০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। নবীন বরণ শেষে ১৫ জন শিক্ষার্থীকে সংগঠনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।