গৌরীপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবসে র‌্যালি

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০

কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে রবিবার (২ ফেব্রুয়ারী) জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের উদ্যোগে এ দিন বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের নেতৃত্বে এতে অংশগ্রহন করেন, উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ওয়াহেদ খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা পাপ্পু,সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মদ,গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার,সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, সাংবাদিক আব্দুল কাদির,শাহজাহান কবির প্রমুখ।