ভালুকায় মুক্তিযোদ্ধে অংশ গ্রহণ করেও মুক্তিযোদ্ধা হতে পারেনি বলরাম বর্মন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০ ভালুকা (ময়মনসিংহ) থেকে তমাল কান্তি সরকার : ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আংগারগাড়া আখালিয়া গ্রামের বলরাম বর্মণ ১৯৭১ সালে ভারতের মেঘালয়ের কালাইপাড়া টেনিং সেন্টারে টেনিং নিয়ে মুক্তিযোদ্ধে অংশ গ্রহণ করেও মুক্তিযোদ্ধা হতে পারেনি । ১৯৭১ সালে পাকহানাদার বাহিনী তাদের বাড় ঘর পুড়িয়ে দেয়। পরে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ে আবেদন ডিজি নং-১২৬০৮৫ তাং-২৬/১২/১৩ইং করেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায়নি বলরাম বর্মণ । গত ০৭/০১/১৭ইং তারিখে বলরাম বর্মণ বার্ধক্যজনিত কারনে তিনি মারা যান। বর্তমানে তার স্ত্রী দুই ছেলে তিন মেয়ে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তার স্ত্রী সুমিত্রা রাণী বর্মনী স্বামীর মুক্তিযোদ্ধার স্বীকৃতির জন্য প্রশাসনের ধারেধারে গুড়ছেন। মুক্তিযোদ্ধা স্বীকৃতির জন্য মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন তিনি। তাদের বাড়ীর পাশে পশুরাম মেম্বারের বাড়ীতে ১৯৭১ সালে ইপি আর থেকে অস্ত্র এনে গর্ত করে লুকিয়ে রাখে। পরে ঐ অস্ত্র কাদের বাহিনীর প্রধান আ: কাদের সিদ্দিকি ৪ গরুর গাড়ী ও আফসার বাহিনীর প্রধান মেজর আফসার উদ্দিন আহাম্মেদ ৩ গাড়ী অস্ত্র মুক্তিযোদ্ধাদের জন্য নিয়ে যুদ্ধ পরিচালনা করেন। ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রাম মুক্তিযোদ্ধাদের ঘাটি হিসাবে পরিচিত ছিল। Share this:FacebookX Related posts: গৌরীপুরে মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গাজিরভিটায় মুক্তিযোদ্ধা মরহুম মকবুল হোসেন সিদ্দিকীর স্বরণ সভা অনুষ্ঠিত ভালুকায় আমন সংগ্রহের ধান দিতে গিয়ে আটক-২ ভালুকায় উপজেলা চেয়ারম্যানের সংবাদ সম্মেলন গৌরীপুরে মুক্তিযোদ্ধা সন্তানদের মাঝে কম্বল বিতরণ ভালুকায় যুবক খুন ভালুকায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত ভালুকায় ফ্যাক্টরীর মালিক কর্তৃক মাটি ফেলে খাল ও জলাশয় ভরাটের অভিযোগ গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ধোবাউড়ায় বিরোধের জেরে মুক্তিযোদ্ধার উপর হামলা হানাদার মুক্ত দিবস: ৭ ডিসেম্বর হালুয়াঘাটের আকাশে উড়ে লাল সবুজের পতাকা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত SHARES Matched Content দেশের খবর বিষয়: অংশ গ্রহণ করেওবলরাম বর্মনভালুকামুক্তিযোদ্ধামুক্তিযোদ্ধেহতে পারেনি