ইউনিয়ন ও ওয়ার্ড দলনেত্রীদের অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০

আতিয়ার রহমান,খুলনা : আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ইলাইপুর, রূপসা, খুলনায় রেঞ্জের ১০টি জেলার ৪৭ জন ইউনিয়ন ও ওয়ার্ড দলনেত্রীদের ২৮দিনব্যাপী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান সকাল গতকাল ১১টায় অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ কমান্ডার আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জ মোল্লা আমজাদ হোসেন, পিএএমএস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক, ৯ আনসার ব্যাটালিয়ন মোঃ মাহবুবুর রহমান পিএএমএস। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গঠনে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের নিরলসভাবে কাজ করতে হবে।

সন্ত্রাস দমন, বাল্যবিবাহ রোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ,আর্থসামাজিক উন্নয়নসহ প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবজীবনে কাজে লাগিয়ে নিজের এবং দেশের উন্নয়ন ঘটানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীগণ উপকৃত হবেন এবং সংগঠনও উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানশেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।