বিপুল পরিমান গুলিসহ ২ অস্ত্র ব্যববসায়ী আটক

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন বেটালিয়ন (র‌্যাব) রাঙ্গামাটি শহরে অভিযান চালিয়ে দু’জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর রাতে শহরের ভেদভেদী পশ্চিম মুসরিম পাড়া থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন- মোহাম্মদ হোসেন (৫৪) ও মমতাজ আহমেদ (৬০)। এসময় তাদের কাছ থেকে ৩৮০ রাউন্ড ৭.৬৫ এমএম পিস্তলের গুলি, ৫ রাউন্ড শটগানের গুলি এবং ১০৯টি সীসাবল উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর এএসপি (চান্দগাঁও কমান্ডার) কাজী মো. তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অত্যন্ত গোপনে শুক্রবার (৩১ জানুয়ারী) মধ্যরাতে রাঙ্গামাটি শহরের ভেদভেদী এলাকায় অভিযান চালিয়ে হোসেন ও মমতাজ নামের দু’জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে কিছু পিস্তল ও শটগানের গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটককৃত ব্যক্তিরা এর আগেও পাহাড়ের আঞ্চলিক সন্ত্রাসীদের কাছে একাধিকবার অস্ত্র বিক্রি করেছে। বর্তমানে তাদের আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রণি বলেন, আমি এ ব্যাপারে আমরা শুনেছি তবে অবগত নই।