গঙ্গাস্নান করতে এসে নদীতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পাগলা নদীতে গঙ্গা স্নানে করতে এসে নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে ডুবে যাওয়া শিশুটিকে স্থানীয়দের সহায়তা ফায়ারসার্ভিস কর্মীরা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এতে করে ঘাট প্রাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। মৃত শিশুটি জেলার সদর উপজেলার মহারাজপুর গ্রামের শ্রী চন্দন দাশের ছেলে শ্রী গোপাল দাস(১৩)।

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো: গুলজার রহমান জানান, শনিবার বেলা ১২টার দিকে শিশুটি তার পরিবারের সাথে সনাতন ধর্মাম্বলীদের উৎসব গঙ্গা স্নান করতে এসে পাগলা নদীতে স্নান করতে নামে।

এ সময় শিশুটি সাঁতার না জানায় নদীতে ডুবে গেলে স্থানীয়রা ১ ঘন্টা চেষ্টার পর দুপুর ১টার দিকে উদ্ধার করতে সক্ষম হয়।এ সময় ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধারকৃত শিশুটিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে শিবগঞ্জ থানা পুলিশ একটি অপমৃত্যুর সাধারন ডাইরী দায়ের করেছে। এদিকে ¯স্নানের ঘাট এলাকায় এ ঘটনার পর ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।