ভালুকায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য আটক

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন জামিরদিয়া মাষ্টারবাড়ী রাজার বাজারস্থ ডোবালিয়াপাড়া হতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের ০১ জন সদস্যকে আটক করেছেন র‌্যাব-১৪।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার ও লিগ্যাল এন্ড মিডিয়া অফিসার সমীর সরকার জানান, র‌্যাব-১৪, সিপিএসসি, আকুয়া বাইপাস, ময়মনসিংহ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন জামিরদিয়া মাষ্টারবাড়ী রাজার বাজারস্থ ডোবালিয়াপাড়া এলাকায় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের কয়েকজন সদস্য, আসন্ন এসএসসি পরীক্ষা-২০২০ এর প্রশ্নপত্র পরীক্ষার পূর্বেই সংগ্রহ এবং ফাঁস করার পরিকল্পনা করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে গত ৩১ জানুয়ারি ২০২০ইং তারিখে রাত ২২.১৫ ঘটিকায় র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার সমীর সরকার, স্কোয়াড কমান্ডার, র‌্যাব-১৪ এর নেতৃত্বে মিয়মনসিংহ জেলার ভালুকা থানাধীন জামিরদিয়া মাষ্টারবাড়ী রাজার বাজারস্থ ডোবালিয়াপাড়া শেখ এন্টারপ্রাইজ পাইওনিয়ার ২নং গেইট জনৈক মোঃ নাসির এর দোকানের সামনে অভিযান পরিচালনা করে আসামী মোঃ মামুন রানা (১৯), পিতা-মোঃ রফিকুল ইসলাম, গ্রাম-মমিনপুর, থানা-ঘাটাইল, জেলা-টাংগাইল বর্তমানে ডোবালিয়াপাড়া, রাজা মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহ,কে গ্রেপ্তার করে এবং গ্রেফতারকৃত আসামীর হেফাজত হইতে ০১টি মোবাইল সেট, ০২টি সিমকার্ড ও ৪৮ পাতা ফেইসবুকের স্ক্রিন শর্ট প্রিন্ট ছবি উদ্ধার করা হয়।
best online newspaper
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামতসহ ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩(২) মোতাবেক ময়মনসিংহ জেলার ভালুকা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘ দিন যাবৎ ফেইসবুক, মেসেঞ্জার, হোয়াটস-অ্যাপস্সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আসন্ন এসএসসি ২০২০ সালের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সাথে সংশ্লিষ্ট বিভিন্ন নামীয় ও বেনামীয় প্রোফাইল গ্রুপের সাথে সংযুক্ত হয়ে ভূয়া প্রশ্নপত্র সংগ্রহ এবং বিভিন্ন সময়ে তার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত হওয়া কোমলমতি পরীক্ষার্র্র্থীদের নিকট প্রতারণামূলকভাবে অর্থের বিনিময়ে সরবরাহ, বিক্রয় করার মত গর্হিত কাজের সাথে সংশ্লিষ্ট ছিল।

জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে Phishing page দ্বারা অন্যের ফেসবুক একাউন্ট হ্যাক করে Brilliant apps দ্বারা একাউন্ট খুলে মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণা করে। তার ফেইসবুক Admission Guide ভর্তি গাইড (page) s.s.c Suggestion All Bord 2020 (Group) Admin অফসরহ ০৫ জন সদস্য আছে। ইহা ছাড়াও সে অনলাইনে জাল পাবলিক পরীক্ষার প্রবেশপত্র এবং সার্টিফিকেট তৈরি করে দেওয়ার কথা বলে প্রতারণা করে বিভিন্ন ছাত্র/ছাত্রীদের নিকট হতে অর্থ আত্মসাৎ করে বলে প্রকাশ করে।