পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে। নিরাপত্তা নিয়ে কোন ধরনের আশংকা নেই।’

শনিবার বেলা ১১টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোন অপ্রীতিকর কিছু শুনিনি। আশা করি সুন্দর ও নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।’

ভোট কেন্দ্রে এসে নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোটাধিকার প্রয়োগ করে জয়ী করার জন্য ভোটারদের আহ্বান জানান তিনি।

রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন।