ফের সুপার ওভার, ফের হার নিউজিল্যান্ডের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০ স্পোর্টস ডেস্ক : ফেরসুপার ওভার, ফেল হার নিউজিল্যান্ডের। টানা দুটি ম্যাচ গড়ালো সুপার ওভারে এবং ভারতের কাছে দুই ম্যাচেই হারলো স্বাগতিক কিউইরা। এবার ওয়েলিংটনে নির্ধারিত ওভারে জয়ের জন্য ১৬৬ রান তুলতে ব্যর্থ হয় নিউজিল্যান্ড। স্কোর হয়ে গিয়েছিল টাই (১৬৫)। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেই সুপার ওভারে গিয়ে প্রথমে ব্যাট করতে নেমে ১৩ রান করেও জিততে পারলো না কিউইরা। দুই ব্যাটসম্যান লোকেশ রাহুল এবং রিবাট কোহলি মিলে জয়ের বন্দরে পৌঁছে দেন ভারতকে। যদিও মানিস পান্ডে মাঠে নেমেছিলেন। কিন্তু স্ট্রাইকে আসতে হয়নি তাকে আর। সুপার ওভারে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। দুই ব্যাটসম্যান হলেন টিম সেইফার্ট এবং কলিন মুনরো। মার্টিন গাপটিল অনেকটা ইচ্ছা করেই সুপার ওভারে ব্যাট করতে নামেননি। ভারতের হয়ে বোলিং করতে আসেন, ডেথ বোলার হিসেবে খ্যাত জসপ্রিত বুমরাহ। তাকে মোকাবেলা করে শেষ পর্যন্ত স্কোরবোর্ডে এক উইকেট হারিয়ে ১৩ রান যোগ করতে সক্ষম হয় নিউজিল্যান্ড। টিম সেইফার্ট প্রথম বলেই ক্যাচ তুলেছিলেন। কিন্তু মিডউইকেটে স্রেয়াশ আয়ার দৌড়ে গিয়েও ক্যাচটা ধরতে পারলেন না। রান উঠে যায় দুটি। পরের বলেই বুমরাহকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন সেইফার্ট। চার রান। পরের বলে আবারও ক্যাচ ওঠে। এবার ভারতের উইকেটরক্ষক রিশাভ পান্ত তার ক্যাচ ফেলে দেন। এবারও রান আসলো দুটি। পরের বলেই ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন সেইফার্ট। স্ট্রাইকে আসেন কলিন মুনরো। এসেই বাউন্ডারি মেরে দেন তিনি। শেষ বলে ক্যাচের সম্ভাবনা ছিল। কিন্তু ১ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মুনরোকে। জবাব দিতে নামেন ভারতের দুই ব্যাটসম্যান বিরাট কোহলি এবং লোকেশ রাহুল। আগের ম্যাচে সুপার ওভারের শেষ দুই বলে ছক্কা মেরে ভারতকে জেতানো রোহিত শর্মাকে বিশ্রাম দেয়ার কারণে এবার সুপার ওভারে ব্যাট করতে আসেন বিরাট কোহলি। নিউচিল্যান্ডের বোলার টিম সাউদি। শুরুতেই সাউদিকে ছক্কা মেরে দেন লোকেশ রাহুল। এরপরের বলেও বাউন্ডারি মেরে দেন রাহুল। দুই বল থেকেই চলে আসলো ১০ রান। বাকি চার বলে প্রয়োজন মাত্র ৪ রান। কিন্তু তৃতীয় বলে ছক্কা মারতে গিয়ে আর পারলেন না। ধরা পড়লেন ডিপ মিড উইকেটে স্কট কুগেলিনের হাতে ক্যাচ দিয়ে। পরের বলেই ২ রান নিয়ে নেন বিরাট কোহলি। ওভারের পঞ্চম বলে বাউন্ডারি মেরে ভারতকে জয় এনে দেন বিরাট কোহলি। সিরিজে এ নিয়ে চার ম্যাচের সব ক’টিতেই হারলো নিউজিল্যান্ড। আর সাত মাসের ব্যবধানে সুপার ওভারে চার ম্যাচের সবগুলোতেই পরাজয়ের স্বাদ নিলো কিউইরা। Share this:FacebookX Related posts: দর্শক উচ্ছৃঙ্খলায় বাফুফেকে ফিফার জরিমানা বিপিএল মাতাতে গেইল এখন ঢাকায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা বগুড়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত যুব ক্রিকেটার তামিম-হৃদয় করোনায় আক্রান্ত মাশরাফী বাংলাদেশ ফুটবলের ভাগ্য নির্ধারণের ভোট আজ রাজকীয় প্রত্যাবর্তন সাকিবের, বোলিংয়ে এসেই নিলেন ৩ উইকেট সিরিজ জিততে বাংলাদেশের টার্গেট ১৪৯ মালান-আমিরদের অধিনায়ক নাসির টেস্টে ফিরেই সাকিবের হাফ সেঞ্চুরি অবশেষে ক্রিকেটকে বিদায় বলে দিলেন রাজ্জাক-নাফীস ১৭ রানে হার বাংলাদেশের SHARES Matched Content খেলাধুলা বিষয়: ফের সুপার ওভারফের হার নিউজিল্যান্ডের