বঙ্গবন্ধুই প্রথম প্রি-ক্যাডেট স্কুল চালু করেছিলেন: এ্যাডঃ ফজলে রাব্বী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০ নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ এ,কে,এম ফজলে রাব্বী বকু বলেছেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম প্রি-ক্যাডেট স্কুল চালু করেছিলেন। তিনি দেশ ও জাতীকে উন্নত, অগ্রসর ও শিক্ষিত করতে প্রতিটি এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি প্রি-ক্যাডেট স্কুল করার উদ্যোগ গ্রহন করেছিলেন। স্কুল স্থাপন করেছিলেন বলেই দেশ আজ উন্নত ও অগ্রসর হয়েছে। তিনি শুক্রবার সকালে নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়ায় শিক্ষানিলয় প্রি ক্যাডেট স্কুলের শুভ উদ্ধোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি ক্যাডেট এ্যাসোসিয়েশানের কেন্দ্রীয় মহাসচিব এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মঞ্জুর আহমেদের সভাপতিত্বে এ উপলক্ষে উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রাইম ব্যাংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার মাহবুবুর রশীদ,আত্রাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক,ইনডেক্স্র ইন্টান্যাশনাল স্কুলের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ,প্রি ক্যাডেট স্কুলের আত্রাই উপজেলা শাখার সভাপতি আলাউদ্দীন খান দুলাল,পরিচালনা পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল করিম, অভিভাবক আশরাফুল ইসলাম ও শিক্ষক কামরুন নাহার লায়লা প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি মোমবাতি জ্বালিয়ে স্কুলের শুভ উদ্ধোধন করেন। সভায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা, শিক্ষক, অভিভাবক ও সুধীবৃন্দরা উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি নওগাঁয় বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল প্রতিযোগীতার হোম ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বঙ্গবন্ধু রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক মুক্তির ডাক দিয়েছিলেন : পলক নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি পিটু, সম্পাদক রব বগুড়া প্রেসক্লাবের সভাপতি নয়ন, সম্পাদক আরিফ নওগাঁয় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত আত্রাইয়ে কর্মহীনদের পাশে ‘মানবিক খাদ্য সহায়তা কেন্দ্র’ চাঁপাইনবাবগঞ্জে ২২৬ বস্তা সরকারি চাল মজুদের দায়ে আটক-৭ নওগাঁর মান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে নবম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা ঈশ্বরদীতে পৃথক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৪ SHARES Matched Content দেশের খবর বিষয়: এ্যাডঃ ফজলে রাব্বীপ্রথম প্রি-ক্যাডেটবঙ্গবন্ধুস্কুল চালু করেছিলেন