গুইমারায় বর্ণাঢ্য আয়োজনে মারমা উন্নয়ন সংসদ(মাউস)’র ত্রি-বার্ষিক সম্মেলন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০ আব্দুর রহিম,জেলা প্রতিনিধি খাগড়াছড়ি : পার্বত্য খাগড়াছড়ির গুইমারায় বর্নাঢ্য আয়োজনে মারমা উন্নয়ন সংসদ(মাউস) এর ত্রি-বার্ষিক সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। মারমা সম্প্রদায়ের প্রানের এ সংগঠনটির সম্মেলন উপলক্ষে খুব সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগঠনটির নেতা কর্মীরা গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সুশৃঙ্খল ভাবে সমবেত হয়েছে। নেতা কর্মীদের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধক, মটরশোভাযাত্রা শেষে জাতীয় সংগিত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অুষ্ঠানের উদ্বোধন করেন। ৩১জানুয়ারি শুক্রবার বেলা ১১টায় গুইমারা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শতশত মানুষের উপস্থিতিতে এই মাহেন্দ্রক্ষনের শুভ সূচনা হয়। সকল জলপনা কল্পনার অবসান ঘটিয়ে চাইরেপ্রু মারমাকে সভাপতি, চালাপ্রু মারমাকে সাধারণ সম্পাদক ও থৈয়ংগ্য মারমা রাজুকে সাংগঠনিক সম্পাদক করে মারমা উন্নয়ন সংসদ মাউস এর গুইমারা উপজেলা কমিটি ঘোষনা করা হয়। “মাউস” এর আয়োজনে, গুইমারা উপজেলা মাউসের সাধারণ সম্পাদক থৈয়ংগ্য মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন আলোকিত করেন, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বাবু কংজরি চৌধুরী। সুইমং মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই পার্বত্য জনপদে উন্নয়নের যে জোয়ার বইছে, তা সম্ভব হয়েছে বর্তমান সরকারের একান্ত আন্তরিকতা ও সকল সম্প্রদায়ের ভাতৃত্ব ও সহযোগিতা মূলক কর্মকান্ডের কারনে। সকলের গঠনমূলক সহযোগিতা ও আন্তরিকতা থাকলে অচিরেই আমরা পার্বত্যবাসী উন্নয়নের চরম শিখরে আরোহন করতে পারবো। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেম্রাচাই চৌধুরী, উপদেষ্টা মাউস কেন্দ্রীয় কমিটি। ম্রাগ্য মারমা, সহসভাপতি মাউস কেন্দ্রীয় কমিটি। সাথোইঅং মারমা, সাংগঠনিক সম্পাদক মাউস কেন্দ্রীয় কমিটি। উশেপ্রু মারমা, চেয়ারম্যান গুইমারা উপজেলা পরিষদ। মেমং মারমা, চেয়ারম্যান ১নং ইউপি গুইমারা। চাইথোয়াই চৌধুরী, চেয়ারম্যান ২ নং হাফছড়ি ইউপি। রেদাক মারমা, চেয়ারম্যান ৩নং ইউপি বিশেষ অতিথির বক্তব্যে বাবু মেমং মারমা বলেন, এই সবুজ পাহাড়ে আমরা বিভিন্ন ভাষা ভাষীর মানুষ থাকলেও মূলত আমরা এক ও অভিন্ন। আমরা সকলেই বাংলাদেশী। সকল বিভেদ ভূলে আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সরকারের এই উন্নয়নের অগ্রযাত্রায় একজন গর্ভিত অংশিদার হই। এরপর সভাপতি আলোচনা সভা পরবর্তি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন। Share this:FacebookX Related posts: মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে গুইমারায় শহীদ মিনার উদ্বোধন গুইমারায় মোটর সাইকেল চালককে হত্যা: ওসির অপসারন দাবীতে উত্তাল গুইমারা গুইমারায় দূর্বৃত্তের আগুনে নিঃশ্ব হলো হতদরিদ্র পরিবার গুইমারায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ গুইমারায় স্ত্রী-সন্তানের সামনেই যুবককে হত্যা করে লাশ নিয়ে গেল দূর্বৃত্তরা গুইমারায় থামছেইনা অবৈধ বালু উত্তোলন ‘কেউ ধর্ষক, কেউ দর্শক, মানুষ দেখি না কাউকে’ আশুগঞ্জে ২১ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ মাদক ব্যবসায়ী আটক পটিয়ায় মসজিদের জায়গা জোর পূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন পটিয়ায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক পটিয়া-চন্দনাইশ-রামু বনবিভাগের অভিযান ৫লাখ টাকার কাঠ জব্দ ওসিসহ নোয়াখালীতে আক্রান্ত আরও ২৩জন SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: (মাউস)গুইমারায়ত্রি-বার্ষিক সম্মেলনবর্ণাঢ্য আয়োজনমারমা উন্নয়ন সংসদ