বর্ণিল আয়োজনে নবীনদের বরণ করলো রাবি’র নবজাগরণ ফাউন্ডেশন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০ ওয়াসিফ রিয়াদ,রাজশাহী বিশ্ববিদ্যালয় : সামনে বসে সারি সারি কয়েকশো দর্শক র্যাম্প শো উপভোগ করছেন। স্টেজে চলছে সমাজের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত শিশুদের অসাধারণ পারফরম্যান্স। এমন ভিন্নধর্মী আয়োজনে মাতছেন সবাই। বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশনের কালচারাল ফেস্ট’র কথা। দিনব্যাপী এই অনুষ্ঠানটি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এসময় ২০১৯-২০শিক্ষাবর্ষের নবীনদের বরণ করে নেয় সংগঠনটি। এদিন সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। র্যাম্প শো ছাড়াও অনুষ্ঠানে ছিল নাচ, গান, নাটক, কৌতুক, মুকাভিনয়সহ নানা আয়োজন। অনুষ্ঠানে নেপাল ও জর্ডান থেকে আগত অতিথিরা র্যাম্প শো এবং নিজ ভাষায় গান পরিবেশন করেন। বিশেষ আকর্ষণ হিসেবে ছিলো নবীন শিক্ষার্থীদের নিয়ে দর্শক পর্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন, এছাড়াও উপস্থিত ছিলেন, রাবির ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, অধ্যাপক ড. ইলিয়াস হোসেন, রুকসানা বেগম, শাহরিয়ার জামান, মো. মমিনুল হক, মো. জুলকার নায়েন, ড. মো. সুলতান মাহমুদ, সাদিকুল ইসলাম সাগর প্রমুখ। জানতে চাইলে বরিশাল বিশ^বিদ্যালয়ের (ববি) উপাচার্য বলেন অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন বলেন, নবজাগরণ ফাউন্ডেশন এমন একটি সংগঠন যেখানে যুক্ত থেকে একজন শিক্ষার্থী তাদের নেতৃত্বের গুলাবলি বৃদ্ধি করতে পারে। পড়াশোনার পাশাপাশি এর সঙ্গে যুক্ত থাকার বদৌলতে শিক্ষার্থীরা নিজেকে তৈরি করার সুযোগ পায়। এছাড়াও ছোট শিশুদের নিয়ে এই সংগঠনে কাজ করা হয়। সুবিধাবঞ্চিত শিশুদের এ ধরনের কর্মকা-ের ফলে তারা মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে সমাজে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে পারবে। এভাবেই আজকের অবহেলিত শিশুরা আগামীতে দেশের জন্য অবদান রাখবে। তারাই একদিন সোনার দেশ গড়বে। সংগঠনের সভাপতি খালিদ হাসানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক রিফাত হোসাইন, যুগ্ন-সাধারণ সম্পাদক সাথী সাহাসহ সাবেক ও বর্তমান স্বেচ্ছাসেবক ও উপদেষ্টামন্ডলী। এসময় সংগঠনের সভাপতি খালিদ হাসান বলেন, নবজাগরণ ফাউন্ডেশন প্রতি বছরই এধরনের আয়োজন করে। এরই ধারাবাহিকতায় এবারও নবীন শিক্ষার্থীদেও বরণ করে নেয়া হলো। আমরা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করি। আশা করি এই সংগঠনের ছায়াতলে থেকে সেই সকল শিশুরা নিজেকে পরিবর্তন করতে সক্ষম হবে। নতুন বছরে প্রতিবারের ন্যায় এবারও ২-৬ ফেবরুয়ারি স্বেচ্ছাসেবক সংগ্রহ করা হবে। নবজাগরণ ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১২ সালে কিছু স্বপ্নবাজ তরুণের হাত ধরে যাত্রা করে সংগঠনটি। তারা সকলেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ২০১৪ সালে নবজাগরণ ‘বিদ্যানিকেতন’ নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। যেখানে পথশিশুদের প্রাথমিক শিক্ষা প্রদান করা হয়। সেই সঙ্গে শিশুদের পরিবারে গিয়ে তাদের মৌলিক অধিকার নিশ্চিত করার কাজ করে যাচ্ছে নবজাগরণ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। Share this:FacebookX Related posts: উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে বই বিতরণ চীনের সর্বোচ্চ প্রাদেশিক সরকারী বৃত্তি লাভ করলো রাণীনগরের মেধাবী শিক্ষার্থী তারিকুল ইসলাম ভালো ফলাফল যেমন জরুরী, ভালো মানুষ হওয়াটা আরও জরুরী-কৃতি শিক্ষার্থীদের শিক্ষামন্ত্রী মাদ্রাসায় জীবনের ঝুঁকি নিয়ে চলছে পাঠদান কার্যক্রম ডিজিটাল যুগে প্রবেশ করলো নওগাঁ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ রাণীনগরে মাদার কেয়ার স্কুলে ভ্যান গাড়ী হস্তান্তর রাণীনগরে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ শীর্ষে রয়েছে মাধ্যমিকে এখনো ৭০ শতাংশ বই আসেনি রাজশাহীতে জয়পুরহাট জেলায় ২’শ ২৮ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে করোনা: বাইরে যাওয়া নিষেধ, স্ত্রী’ই নরসুন্দর! SHARES Matched Content রাজশাহী বিভাগ বিষয়: নবজাগরণ ফাউন্ডেশননবীনদের বরণ করলোবর্ণিলরাবি