আশুগঞ্জে ১৪৭ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০

স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের তালশহর এলাকা থেকে ১৪৭ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার ও লিগ্যাল এন্ড মিডিয়া অফিসার জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে আশুগঞ্জ থানাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে।

best online newspaper
উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে একটি আভিযানিক দল ৩০/০১/২০২০ ইং তারিখ ১৪.২০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন তালশহর গ্রামস্থ জনৈক মোঃ সিরাজুর রহমান এর বসত ঘরের সামনে অভিযান পরিচালনা করেন,মোঃ মোশাহেদুল্লাহ (৪২), পিতা-মোঃ সিরাজুর রহমান, সাং-তালশহর, থানা-আশুগঞ্জ, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীর নিকট হতে ১৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২,৯৪,০০০/- টাকা। ধৃত আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।