চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে উৎসব মূখর পরিবশে সরস্বতী পূজা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জে হিন্দু সম্প্রদায়ের জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সনাতন একতা সংঘের উদ্যোগে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে তৈরী পূজা মন্ডপে পুষ্পার্ঘ অপর্ণ করেন ভক্তরা। পূজা উপলক্ষে ধর্মীয় আচার অনুষ্ঠান বাণী অর্চনা অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীসহ সনাতন ধর্মালম্বী বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শঙ্কর কুমার কুন্ডু র সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও, উপাধ্যক্ষ মো. রবিউল ইসলাম,সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক কনকরঞ্জন দাস, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো.আজিজুর রহমান, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদ, জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়, সনাতন একতা সংঘের সভাপতি দীপিকা পাল। গীতা পাঠ করেন সনাতন একতা সংঘের সদস্য। আলোচনা সভা শেষে ভক্তদের মাঝে ভোজনের আয়োজন করা হয়।