চাকুরী দেয়ার নামে প্রতারণা: জামালপুরে প্রতারক চক্রের এক সদস্য আটক

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০

স্টাফ রিপোর্টার : সেনাবাহিনীসহ বিভিন্ন বিভাগে চাকুরী দেয়ার নামে প্রতারণা পূর্বক টাকা হাতিয়ে নেয়ার অপরাধে প্রতারক চক্রের এক সদস্যকে জামালপুর জেলার সদর থানাধীন চন্দ্রা মোড়স্থ জনৈক বেলাল হোসেন এর হোটেল সম্মুখ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১৪,সিপিসি-১, জামালপুর ক্যাম্প।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার ও লিগ্যাল এন্ড মিডিয়া অফিসার জসিম উদ্দিন জানান, গত ২৯/০১/২০২০খ্রিঃ তারিখ ১১.০০ ঘটিকায় র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমেদ মিয়া এবং স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকুরী দেওয়ার নামে ভুয়া নিয়োগ পত্র প্রদানকারী ও অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের একজন সদস্যকে জামালপুর জেলার সদর থানাধীন চন্দ্রা মোড়স্থ জনৈক বেলাল হোসেন হোটেল এর সম্মুখ এলাকা হতে গ্রেফতার করে ।

প্রতারকের নাম মোঃ ইসমাইল হোসেন @ নুরুজ্জামান (২৯), পিতা- মোঃ ছইম উদ্দিন,মাতা-মোছাঃ ছামিলা বেগম সাং- শাহজাদপুর, থানা-দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুর। সে সমাজের নিরীহ মানুষদের হয়রানি করে চাকুরী দেওয়ার নামে প্রতারনা করে এবং তাদের নিকট হতে অর্থ আত্মসাৎ করে।

আটককৃত প্রতারক চক্রের সদস্য সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকুরী দেওয়ার নাম করে মানুষের নিকট হতে আটলক্ষ থেকে তের লক্ষ টাকা কয়েক জনের নিকট হতে তারও অধিক পরিমানে টাকা আদায় করেছে। এরুপ প্রতারনার মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নেয়ার অভিযোগে তার নামে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ এই প্রতারনার ব্যবসা করে আসছিল। গ্রেফতারকৃত আসামীকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।