পঞ্চগড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নির্মিত মাল্টিপারপাস কমপ্লেক্সের উদ্বোধন

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নির্মিত মাল্টিপারপাস কমপ্লেক্সের উদ্বোধন করছেন রেলপথ মন্ত্রী এ্যাড: মোঃ নূরুল ইসলাম সুজন এমপি।

৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে মন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানের পৌছলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা তাদের নিজস্ব সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মন্ত্রীকে স্বাগত জানায়।

পরে বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদাণ করেন পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য, রেলপথ মন্ত্রী এ্যাড: মোঃ নূরুল ইসলাম সুজন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ইউছুফ আলী, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান, বোদা পৌর মেয়র এ্যাড: মোঃ ওয়াহিদুজ্জামান সুজা, ময়দানদিঘী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার।

এর আগে মন্ত্রী ফিতা কেটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নির্মিত মাল্টিপারপাস কমপ্লেক্স ভবন এবং বেলুন উড়িয়ে উদ্বোধন করেন। মন্ত্রী এসময় অতিথিবৃন্দকে সংগে নিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নির্মিত মাল্টিপারপাস কমপ্লেক্সেটি ঘুরে দেখেন।