ধোবাউড়ায় মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করনে সেমিনার

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০

ইস্রাফিল হোসাইন পাপ্পুঃ- আজ মুজিববর্ষের আহবান দক্ষ হয়ে বিদেশ যান এই স্লোগানকে সামনে রেখে ধোবাউড়ায় উপজেলা পর্যায়ে নিরাপদ,নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে প্রেস ব্রিফিং ও সেমিনার পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি কাবেরী জালাল, ভাইস চেয়ারম্যান ( মহিলা) সেলিমা খাতুন,অফিসার ইনচার্জ আলী আহাম্মেদ মোল্লা।

প্রেস ব্রিফিং এ মানসম্পন্ন অভিবাসন নিশ্চিতে সরকারের বিভিন্ন কর্মসূচি বিষয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান।তিনি লিখিত বক্তব্যে বলেন বর্তমানে বিশ্বের ১শত ৭৩টি দেশে ১ কোটি ২০ লক্ষ্যের অধিক বাংলাদেশী কর্মী বিভিন্ন কাজে নিয়োজিত আছে, তারা বছরে গড়ে ১৬ বিলিয়নের অধিক মার্কিন ডলার রেমিটেন্স দেশে প্রেরন করে ।

তিনি বলেন নিরাপদ,সুশৃংখল ও নিয়মিত অভিবাসনের জন্য জনসচেতনা বৃদ্ধি করতে হবে। প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ হয়ে বিদেশগমন করে সমস্যার দেখাদিলে প্রবাস বন্ধু কল সেন্টারে তথ্য কেন্দ্রের + ৮৮০ ১৭৮৪৩৩৩৩৩৩,+৪৪০১৯৯৪৩৩৩৩৩৩,+ ৮৮০২৯৩৩৪৮৮ নাম্বারে যোগাযোগের আহবান জানান।

এছাড়া সেমিনারে ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র(টিটিসি) অধ্যক্ষ প্রকৌ,গিয়াস উদ্দিন সেমিনারের উদ্দেশ্য নিয়ে বিস্তর বক্তব্য রাখেন এবং উপস্থিত অংশগ্রহনকারীদের প্রশ্নের উত্তরদেন।