চারদিনের বেসিস সফটএক্সপো শুরু ৬ ফেব্রুয়ারি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০ নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ এশিয়ার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতভিত্তিক সবচেয়ে বড় প্রদর্শনী ১৬তম বেসিস সফটএক্সপো-২০২০ শুরু হচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে ‘ট্রান্সফমিং লাইফ থ্রো ইনোভেশন’ স্লোগানে নিয়ে চারদিনব্যাপী এ আয়োজন চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। রাষ্ট্রপতি আবদুল হামিদের ৬ ফেব্রুয়ারি বেসিস সফটএক্সপো‘র উদ্বোধন করার কথা রয়েছে। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। বেসিস সফটএক্সপো প্রসঙ্গে বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, দেশের সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর সম্প্রসারণে এই এক্সপোর আয়োজন করা হয়েছে। এতে তিনশ’র বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। দেশের সফটওয়্যারের নিজস্ব চাহিদা পূরণে সক্ষমতা প্রদর্শন ও আস্থা তৈরিই এ প্রদর্শনীর লক্ষ্য। এ প্রদর্শনী এলাকাকে দশটি জোনে ভাগ করা হয়েছে। ইন্ডাস্ট্রি ৪.০ জোন এবং এক্সপেরিয়েন্স জোন বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরবে। এতে ভ্যাট জোন, ডিজিটাল এডুকেশন জোন, ফিনটেক জোন, উইম্যান জোন এবং বরাবরের মতো রয়েছে সফটওয়্যার সেবা প্রদর্শনী জোন, উদ্ভাবনী মোবাইল সেবা জোন, ডিজিটাল কমার্স জোন, আইটিইএস ও বিপিও জোন। চারদিনের এ আয়োজনে ৩০টিরও বেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সেমিনারের শতাধিক দেশি-বিদেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ বক্তব্য রাখবেন। এ বছর সুইডেন, জাপান, নেদারল্যান্ডস থেকে ব্যবসায়ী প্রতিনিধিদল বিটুবি ম্যাচমেকিং সেশনে অংশ নেবেন বলে জানায় বেসিস। পাশাপাশি অন্য খাত থেকে বেসিস সদস্য প্রতিষ্ঠানের সাথে সফলভাবে বিটুবি সেশন সম্পন্ন করা প্রতিষ্ঠানের মধ্য থেকে শীর্ষ ১০টি প্রতিষ্ঠানকে ‘বেসিস টপ টেন ডিজিটাল-রেডি কোম্পানি’ এর সম্মাননা প্রদান করা হবে। এছাড়া দুই হাজারেরও বেশি শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশের সবচেয়ে বড় আইসিটি ক্যারিয়ার ক্যাম্প। যাতে ৪৫টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইনোভেটিভ প্রজেক্ট শো-কেসিং, যাদের মধ্যে প্রথম তিনটি ইনোভেটিভ প্রজেক্টকে পুরস্কৃত করা হবে। সেইসাথে থাকছে বাংলাদেশের সবচেয়ে বড় আউটসোর্সিং কনফারেন্স ও দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের অংশগ্রহণে সিএক্সও লিডারশিপ মিট। Share this:FacebookX Related posts: ‘সবার জন্য ইন্টারনেট’ সেবা নিয়ে স্মাইল ব্রডব্যান্ড ডিজিটাল বাংলাদেশ গড়তে দক্ষ ও বিশেষজ্ঞ প্রযুক্তিবিদ তৈরি করতে হবে : রাষ্ট্রপতি ২০২৩ সালে স্যাটেলাইট-২ উৎক্ষেপণ : মোস্তাফা জব্বার ব্লু হোয়েলের চেয়েও ভয়ঙ্কর টিকটকের ‘স্কাল ব্রেকার’ আপনি করোনায় আক্রান্ত কিনা জানাবে ফেসবুক চালু হলো পশুর ‘ডিজিটাল হাট’ প্রথম ধাপে ৫০টি অনলাইন গণমাধ্যমের নিবন্ধন হবে: তথ্যমন্ত্রী ঢাকায় ফেসবুক এজেন্টের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির মামলা ‘ফেসবুককে বাংলাদেশের আইন মানতে হবে’ অনুমতি ছাড়া পাঁচ কেজির বেশি ড্রোন ওড়ানো যাবে না শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কাজ দ্রুত শেষ করার নির্দেশ ফেসবুকের কল্যাণে দুর্গা ফিরে পেল পরিবার SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: চারদিনের বেসিস সফটএক্সপোতথ্য ও যোগাযোগ প্রযুক্তিবেসিস সফটএক্সপো