গৌরীপুরে যাত্রীবাহী বাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ নিহত-৪ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০ কমল সরকার’গৌরীপুর(ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে বুধবার (২৯ জানুয়ারি) গৌরীপুর উপজেলার চরশ্রীরামপুর এলাকায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে ৬০উর্ধ্ব এক নারী নিহত হন। হাসপাতালে নেয়ার পর অটোরিকশা চালক ময়মনসিংহের সুতিরপাড় এলাকার রফিকুল ইসলাম (৪৫), গৌরীপুর উপজেলার উজান কাশিয়ারচরের সাহেরা খাতুন (৪০) রাবিয়া খাতুন (৬৫) মারা যান। আহত হন লাল মিয়া (৫০), শিউলী আক্তার (২৫), জুলেখা আক্তার (৪০)। গুরুত্বর আহত ৬জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন ঈশ^রগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মোঃ জয়নাল আবেদিন। তিনি জানান, হাসপাতালে নেয়ার পর রফিকুল ইসলাম (৪৫), গৌরীপুর উপজেলার উজান কাশিয়ারচরের সাহেরা খাতুন (৪০) রাবিয়া খাতুন (৬৫) মারা যান। আরো ২জনের অবস্থা আশংকাজনক। প্রত্যক্ষদর্শী চরশ্রীরামপুরের আবুল কাসেম জানান, ইটভাটার মাটি নেয়ার দুটি হ্যান্ডট্রলি রাস্তার বাম পাশের্^ প্রতিযোগিতা করে ময়মনসিংহের দিকে যাচ্ছিলো। এসময় কিশোরগঞ্জগামী যাত্রীবাহী বাস এমকে সুপারের লামিয়া এন্ড সাদ পরিবহনের সঙ্গে ময়মনসিংহগামী অপর অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৬০উর্ধ্ব এক নারী নিহত হন। খবর পেয়ে ঈশ^রগঞ্জ ফায়ার সার্ভিসের সাব অফিসার মোঃ জয়নাল আবেদিনের নেতৃত্বে আহত ও নিহতদের উদ্ধার করেন। এসময় রাস্তার দুথপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। তিনি জানান,ঘটনাস্থলে নিহত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে। Share this:FacebookX Related posts: গৌরীপুর পৌরসভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদে ক্ষুব্দ গৌরীপুরের রাইস মিল মালিকরা গৌরীপুরে পুকুর বেদখল: গ্রাম আদালতে মামলা গৌরীপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের সমাবেশ গৌরীপুরে এসএসসি’র চার পরীক্ষার্থী নিয়ে তোলপাড়! গৌরীপুরে বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে চালাচ্ছে সেচ যন্ত্র গৌরীপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাবেশ গৌরীপুর কাঁচা বাজার সমিতি গঠিত গৌরীপুর সরকারী কলেজ অভ্যন্তরে প্রাচীন স্থাপনা না ভাঙ্গার দাবী গৌরীপুর ডৌহাখলা ইউনিয়নে ২১১জন অসহায়দের মাঝে ভাতাবহি বিতরণ গৌরীপুর বিদ্যুত অফিসে অগ্নিদগ্ধ বিদ্যুৎকর্মী হবি’র অবস্থা সংকটাপন্ন গৌরীপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীদের জরিমানা SHARES Matched Content দেশের খবর বিষয়: গৌরীপুরচারজন নিহতসড়ক-দুর্ঘটনা