জলবায়ু মোকাবিলায় উন্নত বিশ্বকে আরও বেশি অবদান রাখার আহ্বান প্রধানমন্ত্রীর দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০ নিজস্ব প্রতিবেদক : জলবায়ু পরিবর্তনের জন্য ঝুঁকিপূর্ণ দেশগুলোকে যথাযথ উপায়ে সহায়তায় উন্নত দেশ ও উন্নয়ন অংশীদারদের আরও বেশি অবদান রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কেবল প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ থাকলে হবে না। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যা মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণের সাথে সাথে অনেক প্রতিশ্রুতিও পেয়ে থাকি। কিন্তু তারা (উন্নত দেশ ও উন্নয়ন অংশীদার) যে প্রতিশ্রুতি দেয় সেভাবে তা পূরণ করে না।’ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন ফোরাম-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, উন্নত দেশ ও উন্নয়ন অংশীদাররা তাদের প্রতিশ্রুতি যথাযথভাবে পালন না করায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সরকার এক্ষেত্রে একটি ট্রাস্ট ফান্ড গঠন করেছে। ‘আমরা আমাদের নিজস্ব অর্থ দিয়ে তহবিল গঠন করেছি। আমরা এখানে খুব অল্প অর্থ সহায়তা হিসেবে পেয়ে থাকি,’ যোগ করেন তিনি। শেখ হাসিনা উন্নত দেশ ও উন্নয়ন অংশীদারদের বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে সহায়তায় আরও এগিয়ে আসার আহ্বান জানান। জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী না হলেও ক্ষতিগ্রস্থ হতে চলেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এজন্য আরও সহায়তা প্রয়োজন। তবে তা শুধু বাংলাদেশের নয়, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ছোট ছোট দ্বীপপুঞ্জ এবং অন্যান্য দেশসমূহের জন্য এই সহায়তার প্রয়োজন। যারা জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়বদ্ধ তাদের সর্বাধিক অবদান রাখা উচিত। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাংলাদেশকে বাঁচাতে সরকার ডেল্টা পরিকল্পনা ২১০০ প্রণয়ন করেছে এবং তার বাস্তবায়ন শুরু করেছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, জাপানের সহায়তা সংস্থা জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. জুনিচি ইয়ামদা, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ স্ক্যাফার, এশিয় উন্নয়ন ব্যাংকের (অপারেশন-১) ভাইস প্রেসিডেন্ট শিজেন চেন, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো ও অর্থণৈতিক বিভাগের সচিব মনোয়ার আহমেদ প্রমুখ। Share this:FacebookX Related posts: দক্ষতার পরিচয় দিচ্ছে পুলিশ বাহিনী: প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে ঘিরেই আমার সব কার্যক্রম-প্রধানমন্ত্রী সরকারি শিল্প আলোর মুখ দেখে না : প্রধানমন্ত্রী বন্দর-জাহাজ নির্মাণ খাতে ইউএই’র বিনিয়োগ কামনা করেছেন প্রধানমন্ত্রী তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ইসমত আরা’র বড় গুণ ছিল সততা ও দেশপ্রেম : প্রধানমন্ত্রী আমরা জনপ্রশাসন নীতিতে প্রশিক্ষণকে অগ্রাধিকার দিয়েছি : প্রধানমন্ত্রী খুলনা, চট্টগ্রামে পানি শোধনাগার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী করোনাকে সঙ্গী করেই জীবিকার জন্য কাজ চালু করতে হবে : প্রধানমন্ত্রী ভাদ্র মাসের বন্যার বিষয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী ঢাকা থেকে পায়রাবন্দর পর্যন্ত রেললাইন নিয়ে যাব : প্রধানমন্ত্রী তরুণদের চাকরি দিয়ে দেশে রাখা হবে: প্রধানমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: উন্নত বিশ্বজলবায়ু মোকাবিলাপ্রধানমন্ত্রী