নেত্রকোনায় প্যাকেজ বই ক্রয় বাধ্যতামূলক

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০

অনলাইন ডেস্ক : নেত্রকোণার পূর্বধলায় অনুশীলনীমূলক, গাইড (গ্রামার ও ব্যাকরণ) বই প্যাকেজ হিসেবে ক্রয় করা বাধ্যতামূলক করেছে বিভিন্ন কোম্পানী। যেকোন কোম্পানীর যেকোন শ্রেণীর বাধাই করা প্যাকেজ ছাড়া কোন বই লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার পূর্বধলা বাজারের চারু লাইব্রেরি এন্ড স্টেশনারী, প্রতিভা লাইব্রেরি এন্ড স্টেশনারী, ছাত্রবন্ধু লাইব্রেরি এন্ড স্টেশনারী, অতুল লাইব্রেরি এন্ড স্টেশনারী, মিনার লাইব্রেরি এন্ড স্টেশনারী ঘুরে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

তারা জানান, কোন কোম্পানী প্যাকেজ ছাড়া বই বিক্রয় করে না এবং প্যাকেজ ছাড়া কোন বই ফেরতও নেয় না। এসব কারণে ভেঙ্গে ভেঙ্গে বা খুচরা বই বিক্রি করা যাচ্ছে না।

পুথিনিলয় কোম্পানীর মার্কেটিং অফিসার লুৎফর রহমান জানান, দেশের সকল কোম্পানী প্যাকেজ ছাড়া কোন বই বিক্রি করে না। আমাদের কোম্পানীর ক্ষেত্রেও কোন প্যাকেজ ছাড়া বই বিক্রয় করা যাচ্ছে না।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির জেলা কমিটির আহ্বায়ক আলাল উদ্দিন যে বই প্যাকেজ ছাড়া কেনা যাবে অভিযোগকারীদের সেই বই কেনার পরামর্শ দেন। তিনি জানান, কোন কোম্পানী খুচরা বই কখনও ফেরত নেয় না। নিয়মনীতির মধ্যে থেকে আমাদের ব্যবসা পরিচালনা করতে হয়।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পূর্বধলা উপজেলা কমিটির সভাপতি ও জেলা কমিটির সহ সভাপতি বিকাশ চন্দ্র সরকার জানান, বাজারে চাহিদা ও সামর্থ্য অনুযায়ী বই ক্রয় বিক্রয় করা যাবে। এ বিষয়টি আমি সবাইকে জানিয়ে দেব।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম বলেন, পুস্তক বিক্রয়ে প্রকাশক ও নিয়ন্ত্রণ আইনে কোর্টে মামলা থাকায় সরাসরি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাচ্ছে না। তবে উপজেলা পর্যায়ে কোন সিন্ডিকেট থাকলে তা খতিয়ে দেখা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।