রাজধানীতে গাড়ির ভুয়া ইন্সুরেন্স ও রেজিস্ট্রেশন সনদসহ চক্রের তিন সদস্য আটক

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে গাড়ির ভুয়া ইন্সুরেন্স ও রেজিস্ট্রেশন সনদপত্র তৈরি চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-১০। আটককৃতরা হলেন, ফয়সাল আহমেদ (২২), মোঃ ইমন খান (২৪) ও কার্তিক চন্দ্র কর্মকার (২৪)।

মঙ্গলবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভুয়া ড্রাইভিং লাইসেন্স, ভুয়া ইন্সুরেন্স, বিআরটিএ-এর বিভিন্ন নকল কাগজপত্র তৈরির সরঞ্জামাদি ও ১৩ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব। র‌্যাব জানায়, আটক যুবকদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি প্রতারণা ও জালিয়াতি মামলা দায়ের করা হয়েছে।