ময়মনসিংহে আবারও হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ১২ লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চরপাড়া এলাকায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে র‌্যাব-১৪, ময়মনসিংহ এর মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার ও লিগ্যাল এন্ড মিডিয়া অফিসার জসিম উদ্দিন জানান, অদ্য ২৮ জানুয়ারি ২০২০ ইং তারিখ বেলা ১১.৩০ ঘটিকা হতে বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত সময়ে র‌্যাব-১৪, ময়মনসিংহ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ এফতেখার উদ্দিন, বিপিএম (সেবা), পিএসসি, এলএসসি, উপ-অধিনায়ক, মেজর,মোঃ শিবলী সাদিক এবং সিনিঃ এএসপি জসিম উদ্দিন এর নেতৃত্বে একটি আভিযানিক দল

নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আক্তারুজ্জামান, র‌্যাব সদর দপ্তর, কুর্মিটোলা এর উপস্থিতিতে সঙ্গীয় ফোর্সসহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চরপাড়া এলাকায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে অপারেশন থিয়েটার এবং ল্যাবের অস্বাস্থ্যকর পরিবেশের জন্য স্বদেশ হাসপাতাল প্রাইভেট লিঃকে ৬ লক্ষ এবং ছায়েম ডায়াগনস্টিক কমপ্লেক্র এন্ড হাসপাতালকে ৬ লক্ষ টাকাসহ সর্বমোট ১২ লক্ষ টাকা জরিমানা করেন।