১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে’ নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০ নিজস্ব প্রতিবেদক ; নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে মঙ্গলবার ভোর রাতে বন্দুকযুদ্ধে ১২ মামলার আসামি আনোয়ার হোসেন প্রকাশ ইউছুফ (৪৫) নামে এক ব্যক্তি নিহতের কথা জানিয়েছে পুলিশ। নিহত ইউছুফ বেগমগঞ্জ উপজেলার পূর্ব লাউতলী গ্রামের আবু তাহের প্রকাশ ওলি উল্লাহর ছেলে। তার লাশ ময়না তদন্তের জন্য বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশের দাবি, নিহত ইউছুফ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে। পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট এলাকায় অভিযান চালিয়ে ইউছুফকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে রাত পৌনে ৩টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় বীরকোর্ট এলাকায় অভিযান চালায় সেনবাগ থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউছুফের সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এক পর্যায়ে ইউছুফ পুলিশের কাছ থেকে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে গুলিবিদ্ধ ইউছুফকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেনের দাবি, নিহত ইউছুফ আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডাকাতির ৭টি, ডাকাতি প্রস্তুতির ৩টি, সিঁধেল চুরির ১টি ও অস্ত্র আইনে ১টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, চারটি তাজা কার্তুজ, সাত রাউন্ড গুলির খোসা, তিনটি রামদা, একটি টর্চলাইট ও একটি গ্যাস লাইটার উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। Share this:FacebookX Related posts: বিজয়নগরে গাঁজা, স্কাফ ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক চকরিয়ায় কালভার্ট দখল করে মাছ চাষের অভিযোগ পানছড়িতে যৌথবাহিনীর গুলিতে সন্ত্রাসী নিহত ব্রাহ্মণবাড়িয়ায় ৩ মাদক সেবনকারীর ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড বিজয়নগরে স্কাফ ও ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক টেকনাফে র্যাবের পৃথক অভিযানে ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ আটক ২ টেকনাফে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার তরুণীর আপত্তিকর ছবি ইন্টারনেটে প্রকাশের হুমকি, যুবক আটক ভাগিনাকে কুপিয়ে জখম পটিয়ায় মামা গ্রেফতার স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা আটক গাজাসহ আটক মা-মেয়েকে কারাগারে প্রেরণ SHARES Matched Content অপরাধ বিষয়: