মৌলভীবাজারে ভয়াবহ আগুনে একই পরিবারের ৫ জন নিহত

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক ; মৌলভীবাজার শহরে একটি জুতার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের অন্তত পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে শহরের সেন্ট্রাল রোড়ে ‘পিংকি সু-ষ্টোর’ নামের ওই জুতার দোকানে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

জানা যায়, দোকানের সাথে সংযুক্ত উপরে বাসা বাড়ির গ্যাস লাইন লিক হয়ে আগুনের সুত্রপাত ঘটে। মুহূর্তে তা বাসাসহ চারদিকে ছডিয়ে পড়লে দগ্ধ হয়ে একই পরিবারের পাঁচ সদস্য নিহত হন।

নিহতরা হলেন-সুভাষ রায়, দিপ্তরায়, দিবা রায়, দিপিকা রায় ও প্রিয়া রায়।

স্থানীয় বাসিন্দা রাফাত নামের এক ব্যক্তি জানান, সকালে আগুনের ধোঁয়া দেখে নিকটস্থ ফায়ার সার্ভিস স্টেশন ও পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে টানা তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন জানান, লাশগুলো উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।