মৌলভীবাজার ও হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০ নিজস্ব প্রতিবেদক : দেশের উত্তর পূর্বাঞ্চলের দুই জেলা মৌলভীবাজার ও হবিগঞ্জে মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন। মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ এলাকায় সকালে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং অটোরিকশা চালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন- সদর উপজেলার বাউরভাগ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মুজাহিদুর রহমান (৩৪) ও পাবনার ইশ্বরদী গ্রামের হারুন মিয়ার ছেলে আল আমিন (২৫)। এ ব্যাপারে সদর থানার সহকারী উপপরিদর্শক ইব্রাহীম জানান, সকাল সাড়ে ৭টার দিকে সড়ক দুর্ঘটনাটি ঘটে। ঘন কুয়াশাজনিত কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি। তিনি আরও জানান, অটোরিকশা যাত্রী মুজাহিদুর রহমান ঘটনাস্থলে এবং আল আমিন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে মারা যান। গুরুতর আহতরাও এ হাসপাতালে ভর্তি রয়েছেন। হবিগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়কে ভোর রাতে বাহুবল উপজেলার দৌলতপুরে অজ্ঞাত এক গাড়ি চাপায় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ওই উপজেলার পুটিজুরী ইউনিয়নের মঙ্গলকাপন গ্রামের আবদুর রকিব (৩৫) এবং পার্শ্ববর্তী নোয়াপাড়া গ্রামের আক্তার মিয়া (৪৫)। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, ভোর সাড়ে ৩টার দিকে সিএনজি ফিলিং স্টেশনের দিকে যাওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ দুজন ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মৃতদেহ হবিগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। Share this:FacebookX Related posts: যাত্রীবাহী বাস উল্টে নারীসহ তিনজন নিহত মৌলভীবাজারে সর্বনাশা আগুনে ৫ জনের প্রাণহানি তাহিরপুরে কারিগরি প্রশিক্ষনের উদ্বোধন করন সভা অনুষ্ঠিত জাদুকাঁটায় কোয়ারি দখলে কিশোর খুন: ঘাতক গ্রেফতার করোনা ভাইরাস আতঙ্কে তাহিরপুরে ওরস ও পনতীর্থে স্নানযাত্রা উৎসব বন্ধ দোয়ারাবাজারে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর মৃত্যু তাহিরপুরে নিরীহ পরিবারের উপড় হামলা-আহত ৫ ধর্মপাশায় মাসিক স্কিল ল্যাব ট্রেনিং ও সিএসবিদের উপকরণ প্রদান মৌলভীবাজারে সংঘবদ্ধ সিএনজি চোর চক্রের প্রধান নজরুল আটক চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা, লাফিয়ে পড়ে আহত শায়েস্তাগঞ্জ পৌরসভায় বিএনপি প্রার্থীর জয় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন SHARES Matched Content দেশের খবর বিষয়: