হালুয়াঘাটে থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ জুয়াড়িসহ আটক-১৪

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০

জোটন চন্দ্র ঘোষ ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জুয়াড়িসহ ১৪ জনকে আটক করেছেন থানা পুলিশ।

জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে গ্রেফতারি পরোয়ানা তামিল করতে নবাগত জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান পিপিএম সেবা এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী, ১জন নিয়মিত মাদক মামলার আসামী ও উপজেলার দক্ষিন ঘোষবেড় গ্রামে জুয়া খেলা অবস্থায় ৪ জন জুয়াড়িকে আটক করা হয়।

গত রবিবার দিবাগত রাতে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে উপ-পুলিশ পরির্দশক হাবিব, সহকারী উপ-পুলিশ পরির্দশক হুমায়ুন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আটক করেন। আটককৃত জুয়াড়িরা হলেন, দক্ষিন মনিকুড়া গ্রামের এখলাছ উদ্দিনের পুত্র দেলোয়ার হোসেন, একই গ্রামের আবুল কাশেম এর পুত্র জাকির হোসেন ও দক্ষিন ঘোষবেড় গ্রামের শহীদ মিয়ার পুত্র খাইরুল ইসলাম এবং নলুয়া গ্রামের আব্দুল জলিলের পুত্র আনোয়ার হোসেন।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে অত্র থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জন জুয়াড়ি,৯ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ও ১জন নিয়মিত মাদক মামলার আসামীসহ সর্বমোট ১৪ জনকে আটক করা হয়েছে। আটককৃত জুয়াড়িদের নামে ১৮৬৭ সনের বঙ্গীয় জুয়া আইনে মামলা রুজু করেছেন। আটকৃত সকল আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অত্র থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।