ঢাকা সিটি নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ আছে: সিইসি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০ নিজস্ব প্রতিবেদক : ঢাকা সিটি নির্বাচনে কোনো ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই বলে বিএনপির যে অভিযোগ তা খারিজ করে দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা সোমবার বলেছেন, ১ ফেব্রুয়ারি হতে যাওয়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রয়েছে। নির্বাচনে অংশ নেয়া দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধিদলের সাথে আলাদা বৈঠক শেষে আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সিইসি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘নির্বাচনকে ঘিরে একটি লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে।’ এর আগে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনাকারী দলের কো-চেয়ারম্যান এইচটি ইমামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আলাদা বৈঠকে নির্বাচনকে ঘিরে থাকা তাদের নিজ নিজ দলের অভিযোগ সিইসির সামনে তুলে ধরেন। দুই দলের অভিযোগ শুনার পরে সিইসি বলেন, ‘বিএনপি বলেছে যে তাদের প্রার্থীদের হয়রানি করা হচ্ছে। কিন্তু আমরা হয়রানি করার মতো কোনো আলামত দেখিনি।’ তিনি বলেন, ‘বিএনপির প্রতিনিধিদল বলছে গোপীবাগের ঘটনায় পুলিশ তাদের অভিযোগ রেকর্ড করছে না। কিন্তু বিএনপি চলে যাওয়ার পর ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বললাম। তিনি বললেন, বিএনপি আমাদের কাছে এসে মামলা দেয়নি।’ এ ঘটনায় আওয়ামী লীগ মামলা করেছে বলে বিএনপির পক্ষ থেকে এমন কথা জানানো হলে সিইসি বলেন, ‘ফৌজদারি অপরাধ হলে বিক্ষুদ্ধ যে কেউ মামলা করতে পারেন। এটা একটি আইনি বিষয়।’ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের অভিযোগ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, রবিবারের ঘটনায় আওয়ামী লীগ বিএনপিকে দোষারোপ করছে। নুরুল হুদা বলেন, ‘আওয়ামী লীগের বক্তব্য হলো যে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করতে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা ঢাকায় ঢুকে থাকতে পারে। সে জন্য আমরা যেন ব্যবস্থা নেই সে দাবি করেন তারা।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের ভোটগ্রহণের দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সিইসির সাথে বৈঠক শেষে এইচটি ইমাম বলেন, বিএনপি-জামায়াত শিবিরের সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে রাজধানীর বাইর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থান নিচ্ছে। তারা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন বানচাল করার চেষ্টা করবে বলে বলেন তিনি। গোপীবাগে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের বিষয়ে তিনি অভিযোগ করে বলেন, ‘বিএনপি পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটিয়েছে।’ Share this:FacebookX Related posts: গ্যাসের মূল্য বৃদ্ধির আপাতত কোনো পরিকল্পনা নেই তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধে পদক্ষেপ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির ‘৪র্থ শিল্প বিপ্লব মোকাবেলায় মানব সম্পদের দক্ষতা উন্নয়নের বিকল্প নেই’ প্রাথমিকে শিক্ষকের শূন্যপদ ২৮৮৩২ ৫৭,০০০ ভূমিহীন, গৃহহীন পরিবারকে পুনর্বাসন করছে আশ্রয়ন করোনায় আরও মৃত ২১, নতুন শনাক্ত ১২৫১ গণস্বাস্থ্যের কিটের ট্রায়াল স্থগিত সীমিত আকারে চলবে গণপরিবহন এসি বিস্ফোরণ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক, সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দেশে করোনায় প্রাণহানী ছাড়ালো সাড়ে ৪ হাজার মালির উদ্দেশে ১১০ বিমান বাহিনীর সদস্যের ঢাকা ত্যাগ ‘কলাবাগানের ঘটনা চরম মাত্রার অপরাধ’ SHARES Matched Content জাতীয় বিষয়: