ধর্মান্তরিত সেই ১১ জনকে ভারতে ফেরত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি : বেনাপোল চেকপোষ্ট দিয়ে বাংলাদেশের রামগঞ্জ উপজেলায় মাওলানা মিজানুর রহমান আজহারীর কাছে কালেমা পাঠ করে মুসলমান হওয়া ১১ জনকে ফেরত দিল ভারতে। সোমবার সকাল ৮ টার সময় বিশেষ নিরাপত্তার মধ্যে দিয়ে লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার পুলিশ তাদের বেনাপোল চেকপোষ্ট দিয়ে ফেরত পাঠিয়েছে। ফেরত যাওয়া ভারতীয় নাগরীকরা হলেনঃ- সুজাতা, শেফালি, রাজা, সমা, রেখা সুর্য, শ্যামলী, কোয়েল, মিতালী ও শঙ্কর অধিকারী। এদের মধ্যে ২ জন শিশু ও ৪ জন কিশোর কিশোরী রয়েছে। ফেরত আসাদের সাথে লক্ষীপুর থেকে আসা পুলিশ সদস্যদের কাছে তাদের এত নিরপত্তার ভিতর দিয়ে কেন ভারত পঠানো হচ্ছে এ প্রশ্নে তারা কোন কথা বলতে রাজী নয়। নেমপ্লেড বিহীন একজন পুলিশের এসআই বলেন এদের উপরেরর নির্দেশ মোতাবকে ফেরত পাঠানো হয়েছে। তাদের সাথে আসা পুলিশ সাংবাদিকদের সাথে কোন কথা না বলে জোর করে ওই যাত্রীদের নোম্যান্সল্যান্ডে নিয়ে গেলে সেখানে সাংবাদিকদের ধর্মান্তরিত যাত্রী শঙ্কর অধিকারী ওরফে মনির হোসেন বলেন, আমরা গত ২০১৯ সালের আগষ্ট মাসে ২ মাসের ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করি। এরপর আমরা আমাদের পৈতৃক বাড়ি লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার ইছাপুর গ্রামে থেকে যাই। আমার মা সংরক্ষিত মহিলা আসনের চন্ডীপুর ইউনিয়নের একজন মেম্বার। তার নাম ফাতেমা। তিনি বলেন, আমরা মুসলমান হয়েছি। ভারত আর ফেরত যেতে চাইনা। পুলিশ আমাদের ঢাকা নিয়ে যাওয়ার কথা বলে বেনাপোল দিয়ে ভারত পাঠাল। আমরা সেদেশে যেয়ে কি করব। সবকিছু বিক্রি করে আমরা বাংলাদেশে এসে মুসলমান হয়েছি। বেনাপোল ইমিগ্রেশন ওসি মাসুম বিল্লাহ বলেন এরা পাসপোর্ট যাত্রী এরা নিয়ম অনুযায়ী নিজ দেশে ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষ করে ফিরে গেছে। যদি তেমন কোন সমস্যা থাকত আমরা সে বিষয়টি দেখতাম। যাত্রীদের ভাষ্যমতে তাদের পাসপোর্টের ভিসার মেয়াদ শেষ হয়েছে বলে জানা যায়। তারা কিভাবে ভিসা ছাড়া সেদেশে গেল তাও জানা যায়নি। সুত্র মতে ভিসা শেষ হলে দিন হিসাবে সরকারী নিয়ম অনুযায়ী একটি জরিমানা দিয়ে নিজ দেশে প্রত্যবর্তন করতে হয়। এ ক্ষেত্রে তারা জরিমানা দিয়েছে কি না তাও জানা যায়নি। Share this:FacebookX Related posts: বাগেরহাটে নছিমন থেকে ছিটকে পড়ে আহত শ্রমিকের মৃত্যু যশোরের বেনাপোল সীমান্তে ইউএস ডলারসহ আটক-১ বেনাপোলে বৃদ্ধের মৃত্যু সন্দেহের তীর করোনা ভাইরাস যশোর র্যাব-৬ এর অভিযান ফেন্সিডিলসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী চৌগাছায় বস্তাবন্দি লাশ উদ্ধার খুলনায় ইউএনওসহ করোনা পজেটিভ-৯ খুলনায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু বেনাপোলে ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা মোংলা পোর্ট পৌরসভায় আ.লীগের প্রার্থীর জয়, বিএনপির বর্জন কালীগঞ্জে করোনা টিকা প্রয়োগ কেন্দ্রের শুভ উদ্বোধন সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: