ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে কৃষক বদিউজ্জামান’র মুখে সফলতার হাসি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০ মোস্তাইন বিল্লাহ,দেওয়ানগঞ্জ : উপজেলার ডাংধরা ইউনিয়নের, জোয়ানেরচর মুন্সি পাড়া গ্রামে আজ সোমবার ২৭ জানুয়ারি “বেগুনের প্রদর্শনী প্লট” পরিদর্শন করা হয়। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর তত্ত্বাবধানে, উন্নয়ন সংঘ বাস্তবায়নে, BIeNGS প্রকল্প বাস্তবায়ন হচ্ছে জামালপুর ও শেরপুর জেলায়। সে সুবাদে, দেওয়ানগন্জ্ঞ উপজেলার ডাংধরা ইউনিয়নের জোয়ানেরচর কমিউনিটি ক্লিনিকের আওতাধীন, জোয়ানেরচর মুন্সি পাড়া বেগুন উৎপাদনকারী দলের সভাপতি মোঃ বদিউজ্জামান এর বেগুনের “প্রদর্শনী প্লট” মাঠ পর্যায়ে পরিদর্শন করা হয়। পরিদর্শন কালে কৃষক বদিউজ্জামান এর অনুভূতি জানতে চাইলে, তিনি বলেন আমাদের গ্রামে বেগুন উৎপাদনকারী দল গঠন করা হয়, বিভিন্ন মিটিং ও সেশনের মাধ্যমে সিএফ মোঃ ফরিদুল ইসলাম উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ওসমান গনি সাহেবের সাথে যোগাযোগ করে দেন। কৃষি কর্মকর্তার পরামর্শ ক্রমে আমি ২০শতাংশ জমিতে বেগুনের প্রদর্শনী প্লট করি। যা অন্যান্য বছরের চেয়ে ভিন্ন। তার পরামর্শ অনুযায়ী রাসায়নিক সার ও কীটনাশক কমিয়ে গোবর সার, কম্পোস্ট সার ও সবুজ সার বেশি ব্যবহার করি। কীটনাশক ব্যবহার কমিয়ে (ফ্রাউম পদ্ধতি) আলোর ফাঁদ, সেক্সফোরামেন ট্যাব পদ্ধতি, সহ বিভিন্ন পদ্ধতি গ্রহণ করি। যার ফলে অন্যান্য বছরের তুলনায় এবছর বিনিয়োগ খরচ অনেক কম হয়েছে। অপরদিকে অন্যান্য বছরের তুলনায় ফলন অনেক বৃদ্ধি হয়েছে। যার ফলে এবছর লাভের পরিমান বেশি হচ্ছে।একই কৌশলে ফুল কপির প্লট,বাঁধা কপির প্লট, টমেটোর প্লট, শিমের প্লট, বডবডির প্লট, ও শশার প্লট আলাদা আলাদা করে করা হয়েছে। যার ফলে অন্যান্য বছরের চেয়ে এবছর বাম্পার ফলন পাচ্ছি। এরকম সংস্থার সাথে জড়িত হয়ে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। BIeNGS project, উন্নয়ন সংঘকে ধন্যবাদ ও সাধুবাদ জানাই, আমাদের এরকম ভালো কিছু সুযোগ করে দেওয়ার জন্য। তিনি আরও বলেন সিএফ মোঃ ফরিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ওসমান গনি, প্রোগ্রাম অফিসার গাব্রিয়েল পালমা, প্রোগ্রাম অফিসার মোঃ আল মজনু, ইকোনোমিকস ও ভেল্যু চেইন স্পেশালিষ্ট অফিসার মোঃ মামুন নিয়মিত দেখাশোনা ও পরামর্শ দিয়েছেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ওসমান গনি বলেন,বদিউজ্জামানের বেগুনের প্রদর্শনী প্লট শুরু থেকে এ পর্যন্ত নিয়মিত পরিদর্শন ও পরামর্শ প্রদান করে আসছি। প্রোগ্রাম অফিসার গাব্রিয়েল পালমা, প্রোগ্রাম অফিসার মোঃ আল মজনু, ইকোনোমিকস ভেল্যু চেইন স্পেশালিষ্ট অফিসার মোঃ মামুন পরিদর্শন ও পরামর্শ প্রদান করছেন। Share this:FacebookX Related posts: ময়মনসিংহে শীত ও হিমেল হাওয়া উপেক্ষা করে বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক জয়পুরহাটে ব্রোকলি চাষে লাভবান হওয়ার স্বপ্ন দেখছে কৃষক দেলোয়ার হালুয়াঘাটে রাবার ড্যাম স্থাপনে কৃষকের মূখে হাসির ঝিলিক গৌরীপুরে বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে চালাচ্ছে সেচ যন্ত্র ধোবাউড়ায় পাট অধিদপ্তরের দিনব্যাপী পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত গৌরীপুরে কৃষি প্রণোদনা পেলেন ২৩০ কৃষক গৌরীপুরে কৃষকের ধান কাটলেন কৃষকলীগের নেতাকর্মীরা হালুয়াঘাটে নিন্মআয়ের মানুষের মাঝে সবজি বীজ বিতরণ হালুয়াঘাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ হালুয়াঘাটে ৩ শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ গৌরীপুরে শাক-সবজির দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে নিন্মবিত্ত-মধ্যবিত্তের নাভিশ্বাস! ঝিনাইগাতীতে জিংক ধান চাষের ওপর কর্মশালা SHARES Matched Content কৃষি বিষয়: কৃষকবদিউজ্জামানসফলতার হাসি