গোপালগঞ্জে ২৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক : মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ২৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ করেছে একটি স্বেচ্চাসেবী প্রতিষ্ঠান। মনোজ দাস ফাউন্ডেশন নামের ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সোমবার সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের মাঠে পতাকা বিতরণ করা হয়। জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা বিতরণ করেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. অপূর্ব রুদ্রের সভাপতিত্বে অনুষ্ঠনে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার অরুন চন্দ্র ঢালী, উপজেলা একাডেমি সুপারভাইজার মো. জসিম উদ্দিন শেখ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সোহেল রানা, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে ও সাংবাদিক মিজানুর রহমান বুলু।