গাজীপুরে শ্বাসরোধে অটোচালককে হত্যা করে রিকশা ছিনতাই

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে ৩১নং ওয়ার্ডের কলের বাজারের পাশে মেঘডুবি এলাকায় সোমবার ভোরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিহত রাসেল চৌকিদার (২৫) নগরীর হায়দ্রাবাদ এলাকার মৃত মো. রতন চৌকিদারের ছেলে।

গাজীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. জাহাঙ্গীর আলম জানান, ভোর সাড়ে ৫টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল রাসেল। ঘণ্টাখানেক পরেই স্থানীয়রা সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর পাঠায়। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। ওসি আরও জানান, নিহতের কপালের ডান পাশে ও গলার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে এবং হাত-পা বাঁধা অবস্থায় ছিল।