গৌরীপুরে ৬৯’র গণঅভ্যুত্থানে মিছিলে গুলিবিদ্ধ হারুনের রক্তে রঞ্জিত হয় রাজপথ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০ গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ১৯৬৯’র ২৭ জানুয়ারি ময়মনসিংহের গৌরীপুরে গণঅভ্যুত্থানের মিছিলে তৎকালীন পুলিশের ছুঁড়া গুলিতে আহত হয়ে ঘটনাস্থলেই ছটফটিয়ে মৃত্যুবরণ করেন গৌরীপুর সরকারি কলেজের ছাত্র আজিজুল হক হারুন। এদিন হারুনের রক্তে রঞ্জিত হয় রাজপথ। নির্বাক হয়ে মিছিলে অংশগ্রহনকারী তার সহপাঠীরা। এরপর থেকে প্রতি বছর ২৭ জানুয়ারী স্থানীয়ভাবে এদিনটিকে শহীদ হারুন দিবস হিসেবে পালন করে আসছেন গৌরীপুরের স্থানীয় লোকজন। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ১৯৬৯ সনে ২৭ জানুয়ারি সারাদেশের ন্যায় প্রতিদিনের মত গৌরীপুর মহাবিদ্যালয়, আর.কে সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের গোবিন্দ বাড়ীর সামনে আসা মাত্রই তৎকালীন মহকুমা প্রশাসকের নেতৃত্বে একদল পুলিশ বেপরোয়া লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওইদিন গৌরীপুর রেলষ্টেশন এলাকায় জড়ো হয়ে হরতালের ডাক দিয়ে শহরে একটি মিছিল বের করে। মিছিলটি বর্তমান হারুন পার্ক এলাকায় আসা মাত্রই পুলিশ ও আনসাররা অতর্কিতে টিয়ার গ্যাস এবং গুলি ছুঁড়ে হামলা চালায়। এসময় পুলিশের ছুঁড়া গুলি মিছিলে অংশগ্রহনকারী গৌরীপুর মহাবিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র আজিজুল হক হারুনের গলায় এসে বিদ্ধ হয়। এতে হারুনের রক্তে রঞ্জিত হয় রাজপথ। মৃত্যুযন্ত্রণায় ছটফটিয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। শহীদ হারুন ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ছামারুল্লাহ গ্রামের মৃত মিয়া বক্স সরকারের ছেলে। মৃত্যুর পর তাকে নান্দাইল-আঠারবাড়ি সড়কের পাশে সমাহিত করা হয়। উল্লেখ্য অনুরূপ ঘটনায় ২০ জানুয়ারি রাজধানীতে শহীদ হন আসাদ ও নবকুমার ইনস্টিটিউটের ৯ম শ্রেনীর শিক্ষার্থী মতিউর রহমান এবং ২৪ জানুয়ারি ময়মনসিংহ শহরে শহীদ হন আলমগীর মনসুর মিন্টু। প্রতিবছর গৌরীপুরে ২৭ জানুয়ারি শহীদ হারুণ দিবস বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়ে আসলেও হারুনের পরিবারের খবর কেউ রাখেনা। যে স্থানটিতে হারুন গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছিলেন সে এলাকায় তার নামে স্থাপন করা হয় শহীদ হারুন পার্ক। কিন্তু সেটি আজ বিলীনের পথে। হারুনের মৃত্যুর প্রায় ৪২ বছর পর গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভি.পি বীর মুক্তিযোদ্ধা মরহুম ফজলুল হকের আবেদনের প্রেক্ষিতে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মরহুম ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মুজিবুর রহমান ফকিরের উদ্যোগে শহীদ হারুন পার্ক ময়দানে স্থাপন করা শহীদ হারন স্মৃতিস্তম্ভ। ময়মনসিংহের গৌরীপুরে শহীদ হারুণ স্মৃতি পরিষদের উদ্যোগে সোমবার (২৭ জানুয়ারি) ৬৯’র গণঅভ্যুত্থানে শহীদ হারুন দিবস উপলক্ষে প্রভাত ফেরী, শ্রদ্ধা নিবেদন, আলোচনা ও দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে। Share this:FacebookX Related posts: ধোবাউড়ায় আপনার দোরগোড়ায় অফিসার ইনচার্জ আলী আহাম্মদ মোল্লা ঈশ্বরগঞ্জে মুজিববর্ষের ক্ষণগণনায় শোভাযাত্রা ভালুকায় হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ভালুকায় হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ গৌরীপুরে করোনাকালে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু গৌরীপুরে ভূর্তুকি মুল্যে কৃষকের মাঝে কম্বাইন হারভেষ্টার বিতরণ হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের আরও এক মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের কাজে ইরানি বিটুমিন হালুয়াঘাটে নিন্মমানের ১৬ বস্তা সেমাই জব্দ ব্যবসায়ীকে জরিমানা গৌরীপুর কলতাপাড়া থেকে ২ কেজিগাঁজা, চাপাতিসহ ০৩ মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-১৪, হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন গৌরীপুরে অসহায়দের মাঝে চার শতাধিক কম্বল বিতরন SHARES Matched Content দেশের খবর বিষয়: