মোংলায় আর্ন্তজাতিক কাস্টমস দিবস পালিত

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন’ এই শ্লোগানে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলায় আর্ন্তজাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় মোংলা কাস্টম হাউস চত্বর বের হওয়া একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বন্দরের প্রধান ফটক ঘুরে পুনরায় কাস্টমস হাউসের এসে শেষ হয়।

মোংলা কাস্টমস হাউসের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে কাস্টমস হাউজ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের করনীতি সদস্য কানন কুমার রায়, খুলনা কর কমিশনার প্রশান্ত কুমার রায়, বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ লিয়াকত হোসেন লিটন, বিএনএস মোংলার নৌঘাঁটির কমান্ডিং অফিসার ক্যাপ্টেন মনিরুজ্জামান, মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম, হাবিব উল আলম, বাংলাদেশ শিপিং এজেন্ট এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ক্যাপ্টেন মো. রফিকুল ইসলাম ও মোংলা বন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান আহম্মেদ খান।

সভায় বক্তারা বলেন, বিশ্বায়নের এ যুগে বাণিজ্য হচ্ছে উন্নোয়নের সবচেয়ে শক্তিশালী নিয়ামক এবং বাণিজ্য প্রসারে কাস্টমসের ভূমিকা অগ্রগন্য। বাণিজ্য প্রসারে রাজস্ব আহরলের পাশাপাশি যাত্রী সেবা প্রদাণ, দেশের নিরাপত্তা, জনস্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা এবং আর্ন্তজাতিক সহযোগীতা বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়নে কাস্টমসের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। ২০০৯ সাল থেকে বিশ্বের ১৯৩টি দেশে পালিত হয়ে আসছে আর্ন্তজাতিক কাস্টমস দিবস। আলোচনা সভা শেষে সেরা দুইজন আমদানী ও রপ্তানীকারককে সম্মননা ক্রেষ্ট প্রদাণ করা হয়।