জরাজীর্ণ রেল সেতুগুলো যথাযথভাবে সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক : সারাদেশের জরাজীর্ণ রেল সেতুগুলো সংস্কার এবং এ লক্ষ্যে একটি প্রকল্প গহণ করতে রেলপথ মন্ত্রণালয়কে রবিবার একটি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘পুরাতন রেল সেতুগুলো সঠিকভাবে মেরামত করতে হবে। আমি মনে করি, সারাদেশে জরিপ চালানোর মাধ্যমে সকল পুরাতন এবং জরাজীর্ণ রেল সেতুর মেরামত করতে হবে,’ বলেন তিনি।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুটি পানি শোধনাগার, দুটি সেতু এবং কয়েকটি ট্রেন পরিষেবাসহ একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন করার সময় এ নির্দেশনা দেন।শেখ হাসিনা বলেন, পুরাতন রেল সেতুর সংস্কারের জন্য আলাদা প্রকল্প হাতে নেয়া হলে সরকার তা অনুমোদন করবে।

তিনি বলেন, ট্রেনগুলো খুব ধীর গতিতে চলে এবং পুরাতন ও জরাজীর্ণ সেতুর কারণে গন্তব্যে পৌঁছাতে অনেক সময় লাগে। এছাড়াও পুরাতন সেতুগুলোর কারণে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে বলেও তিনি এ সময় মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়ে নিজস্ব অর্থায়নে দ্রুত সেতুগুলো সংস্কার করতে পারে।