চিতলমারীতে গলায় রশি দিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০

বিভাষ দাস, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে বলাই মল্লিক (১১) নামের ৫ম শ্রেণির এক ছাত্র গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার সন্ধ্যা উপজেলার দড়িউমাজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বলাই ওই গ্রামের য্যোতিশ মল্লিকের ছেলে। লাশ ময়না তদন্তের জন্য থানা পুলিশ রবিবার সকালে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেছে। বলাইয়ের আত্মহত্যায় এলাকায় ও তার সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা যায়, মৃত বলাই দড়িউমাজুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির মেধাবী ছাত্র। শনিবার রাতে গ্রামের হরেন শিকদারের বাড়ীতে রয়ানী (পালা) গান শুনতে যেতে চাইলে শীতের কারনে পরিবার থেকে বলাইকে বাঁধা দেয় এবং বই পড়তে বলে। এতে বলাইয়ের মনে ক্ষোভের সৃষ্টি হয়। রাত সাড়ে সাতটার দিকে বলাইয়ের বড় ভাই কানাই (১৫) ঘরে শুতে গেলে সেখানে আড়ার সংগে বলাইকে গামছা গলায় দিয়ে ঝুলতে দেখে। সে গামছা আড়া থেকে খুললে বলাই মাটিতে পড়ে যায়। তখন সে চিৎকার করে সবাইকে ডাকে। বলাইকে উদ্ধার করে স্থানীয় লোকজন চিতলমারী সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

চিতলমারী থানার ওসি মীর শরীফুল হক জানান, দড়ি উমাজুড়ী গ্রামের য্যোতিশ মল্লিকের শিশু পুত্র বলাই ঘরের আড়ার সাথে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেছে বলে জেনেছি। তার মৃত্যুর সঠিক কোন কারন জানা যায়নি। এ ব্যপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং শিশুটির মৃতদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।