সিটি নির্বাচনে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না- নাসিম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, সিটি নির্বাচনে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। স্বাধীনতার পক্ষের শক্তি মুজিবভক্তরা কখনও পরাজিত হতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নিরপেক্ষ নির্বাচনের নজির রয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত দলের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নাসিম বলেন, মুজিববর্ষ পালনের সুযোগ আমাদের জীবনে, একজন বাঙালির জীবনে বড়ই সৌভাগ্যের, বড় পাওয়া। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতি সেই সুযোগ পেয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে সভায় দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না এমপি, তানভীর ইমাম এমপি, সাবেক এমপি আমজাদ হোসেন মিলন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য, অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, অ্যাডভোকেট বিমল কুমার দাস, হাজী ইসহাক আলী, অ্যাডভোকেট আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় তৃতীয়বারের মতো আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ার পর মোহাম্মদ নাসিম দলীয় কার্যালয়ে উপস্থিত হলে দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাহী কমিটির সকল সদস্যের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। আগামী ফেব্রুয়ারি মাস থেকে দলের তৃণমূলের সম্মেলন সম্পন্ন করা সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য জেলার সিনিয়র নেতাদের সমন্বয়ে আটটি দল গঠন করা হয়েছে। Share this:FacebookX Related posts: নওগাঁ-৬ উপ-নির্বাচন: ইসরাফিলের উত্তরসূরি হতে চান সুলতানা পারভীন বিউটি ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে মনোনয়ন পেলেন যারা যেকোনো সমস্যায় আমি আপনাদের সঙ্গে আছি : ইশরাক জনস্বার্থে ২৪ ঘণ্টা নগর ভবন খোলা রাখব : তাপস পুরান ঢাকার জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেয়া হবে : ব্যারিস্টার তাপস উপ-নির্বাচনে অংশ নিবে না বিএনপি পাবনা-৪ আসনের উপনির্বাচন তিনজন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল নওগাঁ-৬ আসনে উপ-নির্বাচন শেষ মুহুর্তে জমে উঠেছে উপনির্বাচনের প্রচার-প্রচারনা পুঠিয়া পৌর নির্বাচনে ৯টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৪টি রাজশাহীতে ইভিএম ছিনতাইয়ের ঘটনায় ২১৭ জনের বিরুদ্ধে মামলা শপথ নিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব বিশ্বাস সুষ্ঠু ও স্বচ্ছ ভোটগ্রহণের স্বার্থে যা যা করার দরকার তা করা হবে-কবিতা খানম SHARES Matched Content নির্বাচনের মাঠ বিষয়: কেউ ঠেকাতে পারবে নানাসিমনির্বাচননৌকার বিজয়সিটি নির্বাচন