‘গ্রামীণ জনপদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে সরকার’

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,’রাজধানীর পাশাপাশি, তৃণমূল পর্যায়ের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই গ্রামীণ জনপদের উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করছে।’ রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনকালে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যোগাযোগ ব্যবস্থা একটি দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রতিনিয়ত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করছি। ফলে একটি উপজেলা থেকে রাজধানী পর্যন্ত সরাসরি যোগাযোগ স্থাপন হচ্ছে।’

তিনি বলেন, ‘যোগাযোগের জন্য যে ব্রিজগুলো উদ্বোধন করছি, এই ব্রিজগুলো একটি উপজেলা এবং রাজধানীর সঙ্গে সংযোগ স্থাপন করে দিচ্ছে। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী এবং জেলা পর্যায়ে যোগাযোগ অত্যন্ত সহজ হয়ে যাচ্ছে।’

শেখ হাসিনা বলেন, ‘আজ আমরা দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত পর্যন্ত রেললাইন নির্মাণ করছি। অথচ ৭৫-এর পরে যারা ক্ষমতায় ছিল তারা রেললাইন বন্ধ করে দিয়েছে। মিলিটারি ডিক্টেটররা যখন ক্ষমতায় আসে তখন মুষ্ঠিমেয় মানুষ বড়লোক হয়। কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভাগ্য খোলে না। বিগত দিনে তাই হয়েছে। দেশের উন্নয়নও থমকে গিয়েছিল।’

তিনি বলেন, ‘আমার বাড়ি আমার খামার প্রকল্পের মাধ্যমে এদেশের তৃণমূল পর্যায়ের মানুষের আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে। তারা সমবায়ের মাধ্যমে ঋণ নিচ্ছে এবং তা পরিশোধ করছে। ঋণ নিয়ে তারা গরু-ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আর্থিকভাবে লাভবান হচ্ছে। তারা সমবায়ের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে লাভবান হচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, আজ যে অ্যাপসের উদ্বোধন করা হলো তা ব্যবহার করে পল্লী সঞ্চয় ব্যাংকের সঙ্গে তৃণমূল পর্যায়ের একজন মহিলা মোবাইলের মাধ্যমে লেনদেন করতে পারবে। গ্রামের একজন নিঃস্ব মহিলা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সে জন্য আমরা পল্লী সঞ্চয় ব্যাংক ও আমার বাড়ি আমার খামার প্রকল্প চালু করেছি। এর মাধ্যমে আজ বাংলাদেশের অনেক অবহেলিত নারী উপকৃত হয়েছে। তারা স্বাবলম্বী হয়েছে।’

তিনি বলেন, ‘অনেক অর্থ খরচ করে পানি শোধনাগারে পানি শোধন করে তা সরবরাহ করা হয়। এ পানি যারা ব্যবহার করবেন তাদের মৃতব্যয়ী হতে হবে এবং পানির অপচয় বন্ধ করতে হবে।’ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিব হেলাল উদ্দিন আহমেদ, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মজিবুর রহমান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, তথ্য সচিব কামরুন নাহার প্রমূখ তাদের মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন।