জনগণের অধিকার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকল অন্যায়কে রুখে দিয়ে আইনজীবীরা যুগে যুগে ভূমিকা রেখেছেন। সংবিধানকে সমুন্নত রেখে গণতান্ত্রিক অগ্রযাত্রায় আইনজীবীদের ঐক্যের বিকল্প নেই- কেননা ঐক্যেই জয়। চট্টগ্রাম আইনজীবী অডিটোরিয়ামে শনিবার রাতে জেলা আইনজীবী সমিতির ‘বার্ষিক ভোজ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেশ বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে। গণতন্ত্রের সুফল তৃণমূলে পৌঁছে দিতে আইনজীবীদের ভূমিকা অনস্বীকার্য। সংবিধানের মর্মার্থ সাধারণ মানুষের কাছে অর্থবহ করে তুলতে আইনজীবী সমাজ কাজ করেন। এ সময় তিনি নারী আইনজীবীদের জন্য ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এ এস এম বদরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আবদুল হাকিম, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী, জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন, মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। Share this:FacebookX Related posts: নারীদের পিছিয়ে না রেখে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হবে : স্পিকার জনমত গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : স্পিকার দক্ষতা উন্নয়নে ডিএসসিএসসি কোর্স খুবই গুরুত্বপূর্ণ : স্পিকার জনগণ দুর্যোগ মোকাবিলায় অভ্যস্ত হয়ে গেছে: প্রধানমন্ত্রী বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে : স্পিকার শেখ হাসিনার নেতৃত্বে সব ধর্মের মানুষ উৎসব করছে: স্পিকার শাটডাউন হতে পারে সব বিমানবন্দর ই-পাসপোর্ট ও এমআরপির কার্যক্রম স্থগিত মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়াবে বেতনের দাবিতে শিক্ষকরা রাস্তায় চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মওদুদ হাতিরঝিলে আরও ৩১ উত্যক্তকারী কিশোর আটক SHARES Matched Content জাতীয় বিষয়: অধিকার প্রতিষ্ঠাআইনজীবীজনগণভূমিকা গুরুত্বপূর্ণস্পিকার